২৯ সেপ্টেম্বর , সেখ সামসুদ্দিনঃ সৌজন্যতার সীমা ছাড়িয়ে শারদীয় বিজ্ঞাপনের টাকা না দিয়ে তিন বছর ধরে সংবাদপত্রগুলিকে ঘুরিয়ে চলেছেন। এবার ছাগল সরবরাহকারির টাকা না দেওয়ার অভিযোগ মেমারি ২ পঞ্চায়েত সমিতির সভাপতির বিরুদ্ধে। মেমারি ২ পঞ্চায়েত সমিতির সভাপতির নির্দেশে ১০৫ টি ছাগল সরবরাহ করে দু’বছর ধরে টাকার জন্য হন্যে হয়ে ঘুরছেন পশুপালক। এই অভিযোগ সরবরাহকারী বিশ্বজিৎ চৌধুরীর। মঙ্গলবার এই অভিযোগের প্রতিকারের দাবি নিয়ে জেলাশাসক সহ জেলাস্তরে অভিযোগ নথিভুক্ত করেন ওই ব্যক্তি। ছাগল সরবরাহকারী বিশ্বজিৎ চৌধুরীর দাবি, তিনি একজন ছোট প্রতিপালক। গত ২০১৯ এর সেপ্টেম্বর পূর্ব বর্ধমানের মেমারি ২ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি মামণি মুর্মু তাকে ১০৫ টি ছাগল সরবরাহ করার মৌখিক নির্দেশ দেন। একটি অনুষ্ঠানে স্বয়ং সভাপতি ও অন্যদের উপস্থিতিতে তা গরিব উপভোক্তাদের মধ্যে বিলিও করা হয়। কিন্তু তারপর থেকে অদ্যাবধি তিনি তার টাকা পান নি। সভাপতিও আর ফোন ধরছেন না। তিনি বিষয়টি বিডিও, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ, সহ সভাপতি ও বি এল ডি ও তে জানিয়েছেন। মৌখিক আশ্বাস ছাড়া কিছু মেলেনি বলেই তার অভিযোগ । আজ তিনি এ ব্যাপারে জেলাশাসক, জেলা সভাধিপতি, সহ- সভাধিপতি ও প্রাণীসম্পদের দায়িত্বপ্রাপ্ত কর্মাধ্যক্ষকে চিঠি দিয়ে তাদের দপ্তরে সব জানিয়েছেন। বিশ্বজিৎবাবুর কথায়, তিনি এখন অসুস্থ, ব্যবসায় বিপর্যস্ত। তার পাওনা টাকা তাকে দিয়ে দেওয়া হোক।