৩ নভেম্বর, সেখ সামসুদ্দিনঃ শশীনারা গ্রাম তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে রক্তদান শিবিরে প্রায় ৪৩ জন পুরুষ এবং ৯ জন মহিলা রক্ত দান করেন। রক্ত গ্রহণ করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতাল ব্লাড ব্যাঙ্ক। উক্ত রক্তদানে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের কো মেন্টর তথা মেমারি বিধানসভার প্রাক্তন বিধায়ক অধ্যাপক ডঃ আবুল হাশেম মন্ডল, পূর্ব বর্ধমান জেলা তৃণমূল যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক নিত্যানন্দ ব্যানার্জী, মেমারি ১ ব্লক তৃণমূল কংগ্রেস জয় হিন্দ বাহিনীর সভাপতি প্রলয় পাল, পূর্ব বর্ধমান জেলা এসসি ওবিসি সেলের সহ-সভাপতি সমীরণ মজুমদার, বিশিষ্ট শ্রমিক ইউনিয়নের নেতা সুকান্ত হাজরা, মেমারি ১ ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সহ-সভাপতি সৌমিত্র চট্টোপাধ্যায়, বাগিলা গ্রাম পঞ্চায়েতের প্রধান অরিন্দম ঘোষাল, বাগিলা অঞ্চল তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি সবিতাব্রত চ্যাটার্জী, শিক্ষক নেতা মৃন্ময় ঘোষ সহ আরো অন্যান্য নেতৃত্ববৃন্দ এবং গ্রামের অসংখ্য কর্মীবৃন্দ।

Leave a Reply