মেমারিতে বিবেক চ্যালেঞ্জ ট্রফি 

সেখ সামসুদ্দিন,

  ; শনিবার মেমারি পৌরসভার পরিচালনায় মেমারি স্টেডিয়ামে বিবেক চ্যালেঞ্জ ট্রফি নকআউট ফুটবল প্রতিযোগিতার উদ্বোধনী ম্যাচ দিয়ে শুরু হয়। উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করে বর্ধমান জেলা পুলিশ বনাম স্পোর্টস ফর ডেভেলপমেন্ট। মাঠে উপস্থিত ছিলেন পৌর প্রশাসক স্বপন বিষয়ী, সহ প্রশাসক কৃষ্ণ বিশ্বাস, ফুটবল দলের কোচ অনন্তদেব ঘোষ প্রমুখ। ১৬ টি দলের অংশগ্রহণে এই প্রতিযোগিতা হবে বলে জানান প্রশাসক স্বপন বিষয়ী। ১৬ টি দল হল যথাক্রমে গুসকরা আমরা সবুজ, ডুমুরদহ স্পোর্টিং, দেউলিয়া অগ্রদূত ক্লাব, দাঁইহাট ফুটবল একাডেমি, শিবপুর স্পোটিং ক্লাব, ত্রিবেণী কল্যাণ সংঘ, বর্ধমান স্পোর্টস ফর ডেভেলপমেন্ট, বর্ধমান জেলা পুলিশ, দুর্গাপুর তানসেন, জৌগ্রাম কোচিং সেন্টার, বেঙ্গল আরিয়ান ফুটবল একাডেমি, মানকুন্ডু স্পোটিং, সড়রা আর এইচ একাদশ ও রিষড়া ফুটবল একাডেমি। এই প্রতিযোগিতার চূড়ান্ত খেলা হবে আগামী ২০২২ সালের ২০ ফেব্রুয়ারি। আজকের খেলায় জেলা পুলিশ ৩-০ গোলে জয়ী হয়।

Leave a Reply