মুখ্যমন্ত্রীর হাতে উদ্বোধন হওয়া রাস্তার কাজ শেষ পর্যায়ে
সেখ সামসুদ্দিন, ১০ ফেব্রুয়ারিঃ মুখ্যমন্ত্রীর হাত দিয়ে উদ্বোধন করা রাস্তার কাজ শেষের মুখে। জামালপুরের ভেরিলিপুল থেকে মহিন্দরের জোড়া মন্দির পর্যন্ত প্রায় ৮ কিমি রাস্তার কাজ শেষের মুখে। তিনটি অঞ্চলের মধ্য দিয়ে গেছে এই রাস্তা। শেষ পর্যায়ের কাজে রাস্তায় পিচ দেওয়া চলছে। আজ সেই কাজ সরজমিনে দেখতে সেখানে হাজির হন পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধক্ষ্য তথা ব্লক তৃণমূল সভাপতি মেহেমুদ খান। তিনি নিজের হাতে রাস্তায় পিচ দেওয়ার কাজ করেন। উপস্থিত ছিলেন আঝাপুর অঞ্চল সভাপতি তথা বিশিষ্ট সমাজসেবী ডা প্রতাপ রক্ষিত, ছিলেন আ পঞ্চায়েত প্রধান অশোক ঘোষ, সুদীপ মজুমদার সহ অন্যান্যরা। রাস্তাটি তৈরি করতে প্রায় ৪কোটি ৫৮ লক্ষ টাকা ব্যয় হবে। রাস্তাটি হবার ফলে অনেকগুলি গ্রামের মানুষের উপকার হবে। মেহেমুদ খান এই রাস্তাটি করে দেবার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।