খায়রুল আনাম,
বীরভূম : শ্বশুরবাড়িতে এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায়, পুলিশ মৃতার শ্বশুর ও শাশুড়ীকে আটক করেছে। মৃতার স্বামী শেখ জনির সন্ধান পাওয়া যাচ্ছে না। স্ত্রীর মৃত্যুর পর থেকেই সে ফেরার। মাত্র সাত মাস আগে মাড়গ্রাম থানার প্রতাপপুর গ্রামের রসিদা বেগমের (২১) বিয়ে হয়েছিলো মুরারই থানার ঘুসকিরা গ্রামের শেখ জনির। শ্বশুরবাড়ির অত্যাচারে রসিদা বাপের বাড়িতে এসে থাকছিলো। পরে তাকে শ্বশুরবাড়ি পাঠানো হয়। সেখানেই তাকে গলায় দড়ি দেওয়া অবস্থায় ঝুলতে দেখা যায়। মৃতার জামাইবাবু আব্দুল ওহাব জানিয়েছেন, রসিদার শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন দেখা গিয়েছে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায় ময়নাতদন্তের জন্য।