প্রতি বছর এর মতো এবছর ও বং সিনেমাটিক এর আয়োজনে অনুষ্ঠিত হলো মাতৃরূপেণ শারদ সম্মান 2024। সেরার সেরা চূড়ান্ত পর্বে বিচারক দের সিদ্ধান্তে বেছে নেওয়া হলো সেরা মণ্ডপ , সেরা মাতৃরূপ , সেরা ঐতিহ্য , সেরা ভাবনা ও সেরা নস্টালজিক পুরস্কার সন্মান প্রাপক দের ,প্রতিবার এর মতো বিচারক বিবেচিত সিদ্ধান্ত ভিত্তিক আমরা বাছাই করে নিয়েছি কলকাতার সেরা বাছাই মাতৃরূপেণ শারদ সম্মান প্রাপক দের। আমাদের বিচারক তালিকায় ছিলেন। অজয় ভট্টাচার্য (কবি ও সাহিত্যিক)মনোতোষ বেরা (সমাজ সেবী) মধুমিতা বসু ( শিক্ষিকা ও বাচিক শিল্প)সৌমিতা(রিমি) দে (অভিনেত্রী)
সৌমেন রায় (অভিনেতা) প্রণতি মন্ডল (অভিনেত্রীসিনেমাটিক)আমাদের বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মেকআপ &বিউটি একাডেমি “স্বর্ণাস'” কর্ণধার বুলু গোস্বামী ।
আমাদের সদস্য তালিকা ও আমাদের প্রতিনিধি দলে ছিলেন। বিশ্বজিৎ পাল (মাতৃরূপেণ শারদ সম্মান সম্পাদক)দেবজিৎ ভট্টাচার্য (মাতৃরূপেণ শারদ সম্মান সহ সম্পাদকপল্লবী দাস ( মাতৃরূপেণ শারদ সম্মান কমিটি এডমিনিস্টেশন) বিস্বরূপ সিনহা (মাতৃরূপেণ শারদ সম্মান কমিটি কর্ণধার) এবছর সেরা মাতৃরূপের সম্মান প্রাপক উল্টোডাঙা বিধান সংঘ সেরা মণ্ডপ এর সম্মান দক্ষিণ দাঁড়ি ইয়ুথ , বেলিয়াঘাটা 33 পল্লী অধিবাসী বৃন্দ । এছাড়া বিশেষ ভাবে সেরা ঐতিহ্য সম্মান প্রাপক উল্টোডাঙা কবিরাজ বাগান। সমগ্র পরিচালনা ও নির্দেশনা ছিলেন বিস্বরূপ সিনহা (কর্ণধার বং সিনেমাটিক)