ময়নায় মৃত বিজেপি কর্মীর দ্বিতীয়বার ময়নাতদন্তের নির্দেশ
নিজস্ব প্রতিনিধি,
গত বুধবার কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের বিচারপতি জয় সেনগুপ্তের এজলাসে উঠে এক অস্বাভাবিক মৃত্যু মামলা। পূর্ব মেদিনীপুর জেলার ময়নার বিজেপি কর্মী দীনবন্ধু মিদ্যার কীভাবে মৃত্যু হল? তা খতিয়ে দেখতে এবার দ্বিতীয়বার ময়নাতদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। কলকাতা হাইকোর্টের নির্দেশ, -‘এসএসকেএম হাসপাতালেই হবে বিজেপি কর্মীর দেহের দ্বিতীয় ময়নাতদন্ত’।বর্তমানে কমান্ড হাসপাতালে কোনও ফরেন্সিক বিশেষজ্ঞ নেই। ফলে সেখানে ময়নাতদন্ত করা সম্ভব হবে না। সেই কারণেই, এসএসকেএম হাসপাতালেই ময়নাতদন্তের নির্দেশ দিয়েছে আদালত। গত বুধবার ময়নার বিজেপি কর্মীর মৃত্যুর ঘটনায় বেশ কিছু ক্ষেত্রে সংশয় রয়ে গিয়েছে বলে মনে করছে আদালত। একটি পানের বরোজে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয়েছিল দীনবন্ধু মিদ্যার দেহ। কোনও চেয়ার বা অন্য কিছুর সাহায্য ছাড়া বেশ কিছুটা উঁচু জায়গায় উঠে কীভাবে গলায় ফাঁস লাগালেন ওই ব্যক্তি? আদালতে সেই নিয়েও সন্দেহ প্রকাশ করেছেন বিচারপতি জয় সেনগুপ্ত। আদালতে শুনানির সময় বিচারপতি নির্দেশ দিয়েছেন, -‘দ্বিতীয়বারের এই ময়নাতদন্তের গোটা প্রক্রিয়া ভিডিয়োগ্রাফি করতে হবে। আদালত জানিয়ে দিয়েছে, পরবর্তী সব গুরুত্বপূর্ণ পদক্ষেপ ভিডিয়োগ্রাফি করতে হবে’। এর পাশাপাশি জানা গেছে, আদালতের নির্দেশ অনুযায়ী পূর্ব মেদিনীপুর জেলার পুলিশ সুপারের নজরদারিতেই চলবে তদন্ত। আগামী ৭ মে তদন্তের অগ্রগতি রিপোর্ট আদালতে পেশ করার নির্দেশ দিয়েছেন বিচারপতি জয় সেনগুপ্ত।