মধ্যমগ্রামে শ্রীশ্রী বড় মা কালী পূজা ২৫১ বছরে পদার্পণ করল ।
৫ নভেম্বর, সেখ সামসুদ্দিনঃ মন্তেশ্বর ব্লকের অন্তর্গত মধ্যমগ্রাম পশ্চিমপাড়া বারোয়ারি ব্যবস্থাপনায় ও ৪০ বছর ধরে তপন স্মৃতি সংঘের পরিচালনায় শ্রীশ্রী বড় মা কালী পূজা অনুষ্ঠিত হয়। এই পূজা উপলক্ষে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান এবং চন্দননগরের আলোক সজ্জা আয়োজন করা হয়েছে। ১৫৫ জন দুঃস্থ ব্যক্তিকে শীতবস্ত্র প্রদান করা হয়। শতাধিক ভক্ত ধুনো পোড়ায় ও অষ্ট পুনাম খাটেন। এই পূজা মণ্ডপে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্তেশ্বর সমষ্টি উন্নয়ন আধিকারিক গোবিন্দ দাস, মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি শেখ আহমদ হোসেন, বিশিষ্ট সমাজসেবী নির্মল মন্ডল সহ প্রশাসনের আধিকারিক বৃন্দ। বারোয়ারি তরফ থেকে উপস্থিত ছিলেন অসীম চ্যাটার্জী, রবিন মোহন্ত, বুদ্ধদেব মন্ডল, তপন স্মৃতি সংঘের তরফ থেকে উপস্থিত ছিলেন সম্পাদক দিব্য কান্তি পাল, সভাপতি দেবাশীষ পাল, কোষাধ্যক্ষ অনিমেষ পাল সহ ক্লাবের সদস্য বৃন্দ।