১৯ নভেম্বর, সেখ সামসুদ্দিনঃ আজ ১৯ নভেম্বর বিশ্ব শৌচালয় দিবসে মন্তেশ্বর ব্লকের মাঝের গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত গাবরুপুর গ্রামের এসএলডব্লুএম প্রকল্পের শুভ উদ্বোধন করেন জেলা পরিষদের সভাধিপতি তথা রায়পুর বিধায়ক শম্পা ধারা। মহাত্মা গান্ধী নির্মল উদ্যানে কঠিন ও তরল বর্জ্য পদার্থ নিষ্কাশন প্রকল্প আজ শুক্রবার শুভ উদ্বোধন হলো মন্তেশ্বরের মাঝের গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত গাবরুপুর গ্রামে। এই প্রকল্পটি ২০ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত হয়েছে। এই প্রকল্পের মূল বিষয় এলাকায় প্রতিটি বাড়িতে কঠিন তরল পচনশীল বর্জ্য পদার্থ তিনটে করে প্লাস্টিকের তিন রংয়ের বালতি বা ডিব্বা দেওয়া হবে নির্দিষ্ট ভাবে সেই সকল কঠিন পচনশীল অপচনশীল বর্জ্য পদার্থ পৃথক ভাবে রাখবে। এই প্রকল্পের কর্মীরা প্রত্যেকদিন বাড়ি বাড়ি গিয়ে সেইসব পদার্থকে সংগ্রহ করে এনে অপচনশীলগুলোকে নষ্ট করা হবে যা পরিবেশ দূষণ থেকে পরিবেশে রেহাই পাবে বাকি পচনশীল পদার্থ এখানে জৈব সার তৈরি করা হবে যা কৃষি কার্যের খুবই উপকৃত ব্যবহারযোগ্য সেই লক্ষ্যে আজ এই প্রকল্পে শুভ উদ্বোধন করা হয়। এই শুভ উদ্বোধনে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি শম্পা ধারা, মন্তেশ্বরের বিডিও গোবিন্দ দাস, পঞ্চায়েত সমিতির সভাপতি প্রতিমা সাহা, সহ-সভাপতি আহমদ হোসেন শেখ, মন্তেশ্বর ব্লক স্বাস্থ্য আধিকারিক ডাঃ তন্ময় মন্ডল, মাঝের গ্রাম পঞ্চায়েতের প্রধান বিপুল রায় ও উপপ্রধান সুমন্ত রায় সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।