সেখ সামসুদ্দিনঃ এক পশলা বৃষ্টিতেই আরও বেহাল ও মরণ ফাঁদের রূপ নেয় কালনার মন্তেশ্বরের পুরগোনা মোড় থেকে বসতপুর পর্যন্ত চার কিমি কাঁচা রাস্তা। বেহাল রাস্তার কারণে সঠিক মূল্যে ফসল বিক্রি করতে পারছেন না কৃষকরা। অন্যদিকে যন্ত্রণায় ছটফট করতে থাকা গর্ভবতী মাকে হসপিটালে নিয়ে যেতে চায়না গাড়ির চালকরা অভিযোগ গ্রামবাসীদের। দ্রুত রাস্তা নির্মাণ করা হবে আশ্বাস দেন মাঝেরগ্ৰাম পঞ্চায়েত প্রধান বিপুল রায়। রাস্তা নির্মাণ করে দেওয়া হবে এই প্রতিশ্রুতি নেতা-প্রশাসন থেকে শুরু করে অনেকেই আশ্বাস পাঁচ বছর ধরে দিলেও আজও কেউ কথা রাখেনি। যে তিমিরে ছিল এই গ্রাম সেই তিমিরেই রয়েছে। তৃণমূল ক্ষমতা আসার পর গ্রামের বিভিন্ন প্রান্তে বেশির ভাগ কাঁচা রাস্তা পাকাতে রূপান্তর হয়েছে। কোনো এক অজানা কারণে আজও অবহেলিত ও মরণ ফাঁদের রূপে আকার নিয়েছে কালনার মন্তেশ্বরের পুরগোনা মোড় থেকে বসত পুর পর্যন্ত পাঁচ কিমির মধ্যে চার কিমি কাঁচা রাস্তা। এই বেহাল রাস্তার কারণে জমির ফসল তুলে বাড়ি আনলেও নায্য মূল্যে বিক্রি করতে পারেননা চাষিরা। চরম সমস্যায় পড়েছেন ছাত্র ছাত্রী ও গর্ভবতী মায়েরা। একটু বৃষ্টি হলেই এই ভাঙা কাঁচা রাস্তা মরণ ফাঁদের রূপ নেয়।রোগীকে হসপিটালে নিয়ে যেতে ভয় পান গাড়ির চালকরা,তাই এই পথে যেতে এড়িয়ে যান অনেকেই। তাই চরম সংকটে পড়েন রোগীরা।গ্রামের এই রাস্তার হাল জেনেও আজও ঘুম ভাঙলনা প্রশাসনের। কবে ঘুম ভাঙবে সেই আশায় বেঁচে আছেন গ্রামের অসহাই মানুষরা।