সপ্তদশ চক্রের অধীন “বিদ্যাভবন প্রাথমিক বিদ্যালয়ে” ১১ই ডিসেম্বর,২০২৩ (সোমবার) শিক্ষণ – শিখন উপকরণ উপর এক মনোজ্ঞ প্রদর্শনীর আয়োজন করা হয়েছিল । সকল ছাত্রছাত্রী ও শিক্ষক- শিক্ষিকাদর সহযোগিতা এবং অক্লান্ত পরিশ্রমের ফসল হলো এই শিবির . এই অনুষ্ঠানে স্থানীয় বেশ কয়েকটি বিদ্যালয় যেমন – কসবা জগদীশ (বালক) , কসবা জগদীশ ( বালিকা) ,হালতু হাইস্কুলের কয়েকজন শিক্ষক / শিক্ষিকা এবং প্রধান শিক্ষক মহাশয় প্রমুখরা তাদের ব্যস্ত সময় থেকে কিছুটা সময় ব্যয় করে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন । এছাড়াও উপস্থিত ছিলেন সব-সময় চলার পথের সঙ্গী CINI (CHILD in NEED INSTITUTE) র দু’জন সদস্য । শুধু তাই নয়,, এই অনুষ্ঠানে চক্রের শ্রদ্ধেয় S.I. SIR মহাশয় এবং শিক্ষাবন্ধু ঊর্মিলাদি আমাদের মধ্যে পেয়ে খুবই আনন্দিত হয়েছিলাম । উক্ত অনুষ্ঠানে উপস্থিত সকলের অতি মূল্যবান মতামত, প্রশংসায় অভিভূত হয়েছি ।আমরা সারাবছর সকল শ্রেণীতে যেসকল TLM ব্যবহার করে ছাত্র-ছাত্রীদের পড়াশোনার মানকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করি, পঠন-পাঠনে মনোযোগ বৃদ্ধি করি তারই নমুনা প্রদর্শনের সুযোগ পেয়ে আমরাও সকলেই খুবই আনন্দিত হয়েছি । আমাদের বিদ্যালয়ের অত্যন্ত স্বল্প পরিসর এবং নানারকম অসুবিধা থাকা সত্ত্বেও সকল ছাত্র-ছাত্রীদের স্বত:স্ফূর্ত সহযোগিতা পেয়ে আমরাও খুবই আপ্লুত ও অভিভূত । সবশেষে আমি আমার স্কুলের সকল শিক্ষিকা-শিক্ষক ও ছাত্র-ছাত্রীদের পক্ষ থেকে আপনাদের কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং আশাকরি যে, ভবিষ্যতে এরকম বিশেষ বিশেষ অনুষ্ঠানে বা যেকোনো প্রয়োজনে আপনাদের সহযোগিতা, উপস্থিতি এবং সুচিন্তিত মতামত পাবো । কারণ এইসব শিশুরাই হচ্ছে আমাদের আগামী দিনের ভবিষ্যৎ এবং আমরা তাদের জন্য এক সুস্থ ,স্বাভাবিক, দূষণমুক্ত পৃথিবী উপহার দিতে বদ্ধ পরিকর । একটু ভালোবাসা , একটু যত্ন আর কয়েকটা সাহায্যের হাত তাদের দিকে এগিয়ে দিলে তারাও নিজেরা নিজেদের লক্ষ্যে সু-প্রতিষ্ঠিত হতে পারবে । শিক্ষা মানুষের দিগন্তকে প্রসারিত করে ।