মঙ্গলকোট থানায় বিজয়া সম্মিলনী 

চৌধুরী আশরাফুল করীম (জুয়েল),

গত রবিবার সারাদিন ব্যাপি পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোট থানায় চললো বিজয়া সম্মিলনী। এদিন পুলিশ, প্রশাসন, জনপ্রতিনিধি সহ সমাজের বিভিন্নস্তরের মানুষজন এসেছিলেন। ছিলেন মঙ্গলকোট থানার আইসি পিন্টু মুখার্জি, বিডিও জগদীশ চন্দ্র বারুই, বিধায়ক অপূর্ব চৌধুরী,  বিএলআরও রাহুল ঘোষ প্রমুখ। এই বিজয়া সম্মিলনীতে মঙ্গলকোটের পনেরো টি গ্রাম পঞ্চায়েত এলাকার চারশোর বেশি ব্যক্তি যোগ দেন।এদিন দুপুরে মঙ্গলকোট থানায় আগত সমস্ত ব্যক্তিদের  জন্য আহারের আয়োজন করা হয়েছিল।পুলিশের এহেন জনসংযোগ কে সাধুবাদ জানিয়েছেন অনেকেই।

ফাইল চিত্র

Leave a Reply