মঙ্গলকোটে ট্যালেন্ট সার্চ পরীক্ষা
মোল্লা জসিমউদ্দিন ,মঙ্গলকোট : রবিবার পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোটে ট্যালেন্ট সার্চ পরীক্ষা হলো। প্রয়াস চ্যারিটেবল ট্রাস্টের পরিচালনায় পূর্ব বর্ধমান জেলা জুড়ে ৭ টি সেন্টারে ১১০০ জনের বেশি নবম শ্রেণির পড়ুয়ারা এই পরীক্ষায় অংশগ্রহণ করেছে।মঙ্গলকোট এ.কে.এম উচ্চ বিদ্যালয়ে ১০২ জন এই মেধা অন্বেষণ পরীক্ষায় বসে বলে জানিয়েছেন ট্যালেন্ট সার্চ পরীক্ষার স্থানীয় আয়োজক আবুল কায়ুম । ২০২০ সাল থেকে সংশ্লিষ্ট জেলা জুড়ে এই ট্যালেন্ট সার্চ পরীক্ষার আয়োজন করে এই সংস্থা টি।সমস্ত বিষয়ে ১০০ নাম্বারের পরীক্ষায় সেরা ৫০ জনের তালিকা প্রকাশ হবে আগামী ২৩ শে জানুয়ারি। এরপর সেরা ২০ জন মেধায় সেরাদের পুরস্কার দেবে বলে জানিয়েছেন উক্ত ট্রাস্টের পক্ষে সাজিদ মহম্মদ ।