কন্যাশ্রী লিডারদের বিশেষ কীট প্রদান মঙ্গলকোটে

সেখ রাজু , মঙ্গলকোট

শিশু ও নারী কল্যানের উদ্যোগে এবং মঙ্গলকোট ব্লক প্রশাসনের তরফে মঙ্গলবার কন্যাশ্রীর লিডারদের হাতে আনুষ্ঠানিক ভাবে বিশেষ কীট তুলে দেওয়া হয় । তাঁদের হাতে কীটগুলি তুলে দেন মঙ্গলকোটের বিডিও জগদীশ চন্দ্র বারুই । সঙ্গে ছিলেন মঙ্গলকোট পঞ্চায়েত সমিতির সভাপতি দীপা ঘোষ, জনস্বাস্থ্যের কর্মাধ্যক্ষ মেহেবুব চৌধুরী, পূর্ত কর্মাধ্যক্ষ মুন্সী রেজাউল হক, মৎস্য কর্মাধ্যক্ষ পুরবী অধিকারী সহ আরও অনেকে । জানা গিয়েছে, এদিন ২৯ জন কন্যাশ্রীর লিডার হাতে এই কীট তুলে দেওয়া হয় । যা দিয়ে কন্যাশ্রীদের শারিরীক ও মানসিক বিকাশ ঘটবে । ছাত্রীদের শিশু বয়স থেকে শুরু করে পূর্ণবয়স্ক পর্যন্ত বিভিন্ন ধাপের বিস্তারিত তথ্য তুলে দেওয়া হয় । তাদের জীবনধারার গতি কিভাবে করা উচিত ভালো দিকের পাশাপাশি কোনগুলি তাদের জীবনে খারাপ প্রভাব ফেলবে সেই বিষয়েও এই কিটের মাধ্যমে তথ্য তুলে ধরা হবে । ব্লক এলাকার সমস্ত স্কুলের কন্যাশ্রীদের হাতে এই কীট তুলে দেওয়া হবে ।

Leave a Reply