মঙ্গলকোটের পালিশগ্রামের শ্মশান কালীপুজোর শুভ সূচনা হলো , ফিতে কেটে আনুষ্ঠানিক সূচনা করেন গ্রামের বয়স্ক পুরুষ ও মহিলারা।
পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোটের পালিশগ্রামে শ্মশান কালীর পুজোর উদ্বোধন করলেন গ্রামের বয়স্ক মানুষ জন ।
উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি লোহার।
মঙ্গলকোটের পালিশগ্রামে গ্রাম ঢুকতেই রয়েছে শ্মশান কালীর মন্দির। অতীতে এখানে একটি শ্মশান ছিল। এরপর গ্রামের যুবক বর্তমানে যিনি পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি রয়েছেন তিনি ওই জায়গাতে একটি মন্দির নির্মাণ করেন প্রায় ২৬ বছর আগে।
এরপর থেকে ওই জায়গায় মা শ্মশান কালীর পূজা হয়ে আসছে মহা ধুমধামে।সেই পূজোর শুভ উদ্বোধন হলো।
এই পুজো উপলক্ষে প্রতিবছরের ন্যায় এ বছরও এক হাজার মানুষকে দেয়া হবে নতুন বস্ত্র। এছাড়াও প্রতিবছরের ন্যায় বিসর্জনের দিনে গ্রামে অনুষ্ঠিত হবে দারিদ্র নারায়ণ সেবা, এছাড়াও শুক্রবার থেকে চার দিন হবে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান।
এই সাংস্কৃতিক অনুষ্ঠানে থাকবেন বিখ্যাত বাউল শিল্পী যশোদা সরকার, পুতুল নাচ ও যাত্রা পালা, এছাড়াও আসবেন অভিনেতা খরাজ মুখার্জি এবং শুভাশিস মুখোপাধ্যায়।
পুজো কমিটির অন্যতম সদস্য শ্যামা প্রসন্ন লোহার জানান -‘ এই শ্মশান কালী পুজোর উদ্বোধ করতে এসেছিলেন যাঁরা, সেই সমস্ত গুণীজনদের ধন্যবাদ জানাই’।
মঙ্গলকোট থেকে আমিরুল ইসলামের রিপোর্ট।