Spread the love

ভুয়ো শংসাপত্র দিয়ে উপনির্বাচনে মনোনয়ন দাখিল?নির্বাচন কমিশন কে খতিয়ে দেখতে বললো হাইকোর্ট 

মোল্লা জসিমউদ্দিন

আসন্ন উপনির্বাচনে মনোনয়ন  ঘিরে মামলা দাখিল হয়েছে কলকাতা হাইকোর্টে।বুধবার কলকাতা হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চে উঠে এক মামলা।উত্তরবঙ্গের সিতাই কেন্দ্রের চলতি  উপনির্বাচনের তৃণমূল প্রার্থী সঙ্গীতা রায়ের বিরুদ্ধে ভুয়ো জাতিগত শংসাপত্র নিয়ে মনোনয়নপত্র জমা দেওয়ার অভিযোগ নিয়ে এই মামলা । কলকাতা হাইকোর্টের বিচারপতি রাই চট্টোপাধ্যায়ের পুজো অবকাশকালীন একক বেঞ্চ নির্বাচন কমিশনকে এই অভিযোগ খতিয়ে দেখে আগামী ৪ নভেম্বর কলকাতা হাইকোর্টের বেঞ্চে রিপোর্ট দেওয়ার নির্দেশ দিয়েছে। জানা গেছে, সঙ্গীতা রায়ের মনোনয়ন পত্র বাতিল করার আর্জি জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন ওই কেন্দ্রের উপনির্বাচনের কংগ্রেস প্রার্থী হরিহর রায় সিংহ। মামলাকারীর  দাবি, -‘সিতাই বিধানসভা কেন্দ্রটি তপশিলি জাতিদের জন্য সংরক্ষিত। সে জন্য সব দলের প্রার্থীরা জাতিগত শংসাপত্র মনোনয়ন পত্র জমা দেওয়ার সময় হলফনামায় কী দিয়েছিলেন জানতে চাওয়া হলেও অবজারভাররা তা দেখাতে রাজি হননি।এর আগে পঞ্চায়েত নির্বাচনে সিতাই পঞ্চায়েত সমিতি থেকে প্রার্থী হয়েছিলেন সঙ্গীতা। হলফনামায় স্বামীর নাম জগদীশ বর্মা বসুনিয়া লিখেছিলেন। যিনি বর্তমানে কোচবিহারের তৃণমূল সাংসদ। কিন্তু আসন্ন উপনির্বাচনে প্রার্থী হয়ে তিনি যে হলফনামা জমা দিয়েছেন, সেখানে স্বামীর নামের পরিবর্তে নিজের প্রয়াত পিতার নাম উল্লেখ করেছেন’। কংগ্রেস প্রার্থীর দাবি, -‘সঙ্গীতা রায়ের বাবাও সংরক্ষিত শ্রেণির মধ্যে পড়েন না। সম্পূর্ণ ভুয়ো জাতিগত শংসাপত্র বানিয়ে তিনি হলফনামা জমা দিয়েছেন। অবিলম্বে তাঁর মনোনয়ন পত্র খারিজ করা হোক’। আগামী ৪ নভেম্বর এই মামলার পরবর্তী শুনানি রয়েছে বলে জানা গেছে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *