আমিরুল ইসলাম,
ভাতারের ঘোলদা গ্রামে দুই ব্যক্তির বিরুদ্ধে প্রতারণার অভিযোগ করল আইমাপাড়া গ্রামে এক ব্যক্তি।

পূর্ব বর্ধমান জেলার ভাতারে আইমাপাড়া গ্রামের এক বাসিন্দা হাফিজ উদ্দিন মিয়া, তিনি ব্যবসার সূত্রে টাকা পেতেন পানাগরের চন্দন সিং কাছে। বারবার টাকা না পেলে সেই টাকা পায়ে দেবো বলে আশ্বাস দেয় ঘোলদা গ্রামের দুই ব্যক্তি তাদের নাম রিন্টু শেখ ও জুলফিকার শেখ, তারা আশ্বাস দেয় যে, পানাগরের ওই ব্যক্তির কাছে টাকা ফেরতের ব্যবস্থা করে দেবে। তিনি এক লক্ষ কুড়ি হাজার টাকা পান বারবার গেলেও সেই টাকা তিনি পাচ্ছিলেন না। পাশাপাশি তাকে বিভিন্নভাবে ভয় দেখানো হয় ।তাকে বলা হয় তার নামে অভিযোগ হয়েছে থানাতে ।সেখান থেকেও তাকে জামিন করে দেবে। এই আশ্বাস দেয় তাদের দুজনা হাফিজ উদ্দিন মিয়া কাছে ৩০ হাজার টাকা নেই ।কিন্তু কোনোভাবেই সেই টাকা তারা আদায় করে দিতে পারেনি। তাই ঘোলদা গ্রামে ওই দুই ব্যক্তির নামে আজ লিখিত অভিযোগ করলেন । পুলিশ জানিয়েছে লিখিত অভিযোগ হয়েছে।

Leave a Reply