সেখ মিলন (ভাতাড়, পূর্ব বর্ধমান) পূর্ব বর্ধমানের ভাতারের রামপুর গুপ্তপাড়া পুজো কমিটি ও রামপুর পল্লীমঙ্গল সমিতির উদ্যোগে ধারাবাহিকভাবে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির রামপুর গুপ্তপাড়ায়। এদিন শিশু রোগ বিশেষজ্ঞ ডক্টর অশোক কুমার দত্ত, চক্ষুরোগ,হার্টরোগ ,মেডিসিন বিভাগের বিশেষজ্ঞ ডাক্তারবাবুদের উপস্থিতিতে এলাকার মানুষদের বিনামূল্যে চিকিৎসা পরিষেবার ব্যবস্থা করা হয়। জানা গেছে, পূর্ব বর্ধমানের ভাতারের রামপুর গুপ্তপাড়া পুজো কমিটি এবং রামপুর পল্লীমঙ্গল সমিতির সদস্যরা দীর্ঘদিন ধরে ধারাবাহিকভাবে বিভিন্ন সমাজ সেবামূলক কাজের সঙ্গে নিজেদেরকে নিয়োজিত করে রাখেন। রবিবার এলাকার শিশু সহ বিভিন্ন রোগীদের বিনামূল্যে অভিজ্ঞ ডাক্তারবাবুদের দ্বারা চিকিৎসার ব্যবস্থা গ্রহণ করা হয়। উদ্যোক্তাদের পক্ষ থেকে বিশ্বনাথ গুপ্ত জানিয়েছেন, রামপুর এলাকা মূলত গ্রামীণ এলাকা। অধিকাংশ মানুষ শ্রমজীবী। অর্থের অভাবে বহু মানুষ শিশুদের চিকিৎসার জন্য অভিজ্ঞ শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার বাবুদের কাছে পৌঁছাতে পারেন না। তাই স্বাস্থ্যই সম্পদ এই কথা কে মাথায় রেখে এবং রোগমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে রামপুর গুপ্তপাড়ায় বিনামূল্যে একাধিক বিশেষজ্ঞ ডাক্তারবাবুদের দ্বারা সুচিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। এদিন শতাধিক রোগীদের বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা দেওয়া হয়। আগামী দিনেও এই ধরনের মহতি শিবিরের মাধ্যমে এলাকার মানুষদের পাশে থাকার বার্তা দেন বিশিষ্ট সমাজসেবী বিশ্বনাথ গুপ্ত।
শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার অশোক কুমার দত্ত বলেন, বর্তমান সময়ে ক্রমাগত আবহাওয়ার পরিবর্তনের কারণে শিশুরা সর্দি জ্বরে আক্রান্ত হচ্ছেন। ফোটানো পানীয় জল পান করা, শিশুদের যানবাহনে যাতায়াতের সময় মাক্স ব্যবহার সহ একাধিক বিষয়ের পরামর্শ দেন তিনি। পাশাপাশি রামপুর গুপ্তপাড়া পুজো কমিটি ও পল্লীমঙ্গল সমিতির মানবিক উদ্যোগকেও প্রশংসা করেছেন তিনি।

Leave a Reply