ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে গোবিন্দপুরে শিক্ষক দিবস পালন
জাহির আব্বাস:
বর্ধমান ২ ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ও বিধায়ক নিশীথ কুমার মালিকের তত্ত্বাবধানে গোবিন্দপুরে সোমবার শিক্ষক দিবস উদযাপন করা হয়। এই অনুষ্ঠানে এলাকার বিভিন্ন স্কুল ও মাদ্রাসার শিক্ষকদের সম্মানিত করা হয়। উপস্থিত ছিলেন বর্ধমান ২ পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ সনৎ মন্ডল,বৈকুণ্ঠপুর গ্রাম পঞ্চায়েতের উপ প্রধান জয়দেব ব্যানার্জি, ব্লক ২ যুব তৃনমূল কংগ্রেসের সভাপতি সৌভিক পান , জেলা তৃণমূল সংখ্যালঘু সেলের সহ সভাপতি শরিফুল মন্ডল, তৃণমূল নেতৃত্ব বাসুদেব দে, কাজল মণ্ডল, জহুর খান, ছাত্র নেতা অর্ণব দত্ত প্রমুখ। জয়দেব বাবু বলেন, ” শিক্ষকরা আমাদের নমস্য। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিক্ষকদের একটা সুনিশ্চিত ও সম্মানের জায়গা তৈরি করে দিয়েছেন। একটা শ্রেণি যেভাবে সমগ্র শিক্ষক সমাজকে কালিমালিপ্ত করার অপচেষ্টা করতে চাইছে, আমাদের তার বিরুদ্ধে সোচ্চার হওয়া উচিত।”
সৌভিক বাবু আরও বেশি করে শিক্ষিত মেধাবীদের রাজনীতিতে আসার ব্যাপারে শিক্ষক সমাজকে উদ্বুদ্ধ করার কথা বলেন। তার মতে, রাজনীতি আসলে সমাজ গঠনের একটা মাধ্যম। তাই শিক্ষিত যুব সমাজ কে এগিয়ে দিতেই হবে।
বিশিষ্ট শিক্ষকগণ তাঁদের বক্তব্যে শিক্ষাবিদ ড রাধাকৃষ্ণাণ এর জীবন ও শিক্ষা কর্মকাণ্ড আলোচনার পাশাপাশি বর্তমান অবক্ষায়িত সমাজ পরিমণ্ডলে শিক্ষকদেরও আরও বেশি করে দায়িত্ব পালনের কথা স্মরন করিয়ে দেন। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সনৎ মণ্ডল।