পারিজাত মোল্লা,
সম্প্রতি বারাকপুরে সুকান্ত সদন হলে দেবাঙ্কন মিস্ত্রির বৈদিক মন্ত্র পাঠ এবং ড. অনুরাধা রায় এর ছাত্রী দের নৃত্য পরিবেশনার মধ্যে দিয়ে শিশু দিবস উদযাপন ও বাংলার গর্ব এবং সমাজ বন্ধু সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হলাে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিখ্যাত সমাজ সেবী মোনালিসা হালদার এবং ব্যবস্থাপনায় ছিলেন বিশিষ্ট সমাজসেবী তাপস দে, সভাপতি এন.জি.ও ওয়েলফেয়ার অ্যাশােসিয়েশন। সহযােগীতায় ছিলাে ইন্দ্রজিৎ গাইন, সেক্রেটারি ন্যাশনাল চেম্বার অফ কটেজ এন্ড স্মল ইনড্রাস্ট্রিজ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যারাকপুর পৌরসভার চেয়ারম্যান উত্তম দাস, পৌরপিতা জিতব্রত পালিত, ধীমান দাস, বিশ্বজিৎ মন্ডল, আইসি নােয়াপাড়া পার্থ সারথী মজুমদার, অ্যাডভােকেট শাহিদা পারভিন, মমতাজ আলম, আর্মি স্কুলের প্রিন্সিপাল মৈত্রী মুখার্জী। প্রায় ১০০জন আধিবাসী বাচ্চাদের প্রতিনিধির হাতে নতুন জামা কাপড় তুলে দেওয়া হয়। পথ শিশুদের জন্য প্রদীপ মহারাজ এর শিক্ষাসামগ্রী, তুলে দেওয়া হয়। সমাজ বন্ধু সন্মান পান টুম্পা, বীথিকা, সঞ্চিতা, কঙ্কন, সমীর স্যার আরও অনেকেই।বাংলার গর্ব সন্মান পান সুদীপ দে, ড. অনুরাধা রায় প্রমুখ।স্পেশাল অতিথি ছিলেন সুশান্ত মজুমদার, ম্যানেজার ইউনিয়ন ব্যাংক বারাকপুর।স্বামী জ্ঞানরঞ্জন মহারাজের পৌরহিত্যে বিবেকানন্দ জিত স্বনির্ভর জ্ঞানাশ্রমের ১৪জন মহিলা উদ্যোগীকে সম্মাননা জানানাে হয়। প্রতিকূলতা কে জয় করে কর্মবীরের পরিচয়ে সফল দেবাশীষ মাইতি কে আজীবন সদস্য পদ প্রদান করা হয়। শিক্ষাবিদ হরিদাস মুখার্জীর বক্তব্য অনুষ্ঠান কে সমৃদ্ধ করে। অনেকজন গুনি জনের সমাগমে অনুষ্ঠান টি সফলতা এবং সুনাম অর্জন করে বারাকপুর বাসির মন জয় করেছে।সহযোগিতায় ছিল এল পি সিদ্ধি নিধি লিমিটেড এচিভ, করিমস সোদপুর, অনুভব ফাউন্ডেশন, জয়ী ফাউন্ডেশন, স্বদেশী সর্ষের তেল