Spread the love

আমিরুল ইসলাম,

সামনে উৎসবের মরশুম। তাই এই সময় ব্লাড সেন্টারে রক্তের অভাব দেখা দিতে পারে। এই সমস্যা যেন না হয়, এবং রোগী পরিষেবায় রক্তের অভাব যেন না হয় সেই লক্ষ্য রেখে এদিন রক্তদান শিবিরের আয়োজন করা হয়।
রক্তদান করে মুমূর্ষু মানুষের পাশে দাঁড়াতে এগিয়ে এলেন শহরের টোটো চালকেরাও। বুধবার দুপুরে বোলপুরের জামবুনিতে বোলপুর টোটো চালক শ্রমিক ইউনিয়নের উদ্যোগে ও শান্তিনিকেতন মেডিকেল কলেজ ব্লাড সেন্টারের সহযোগিতায় এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল। সেই শিবিরে ১৫জন টোটো চালক রক্ত দান করেন।
অন্যদিকে আজ বুধবার সকালেই শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালের অত্যাধুনিক শান্তিনিকেতন মেডিকেল কলেজ ব্লাড সেন্টারে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল। এই শিবিরে মেডিকেল কলেজের কর্মীরা ছাড়াও সহযোগী প্রতিষ্ঠান – শান্তিনিকেতন ইনস্টিটিউট অফ পলিটেকনিক, বিএড ও ডিএলএড, প্যারামেডিকেল কলেজ থেকে ছাত্র-ছাত্রী শিক্ষক-শিক্ষিকা ও কর্মী সহ প্রায় ৫০জন রক্ত দান করেন।
চিকিৎসা পরিষেবায় ও রোগীর প্রাণ বাঁচাতে রক্তের কোন অভাব যেন না হয় সেদিকে সচেষ্ট সকলেই। আগামীদিনে আবারো রক্তদান শিবিরের আয়োজন করার কথা জানান উদ্যোক্তরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *