শুভ ঘোষ,

দক্ষিণ চব্বিশ পরগনা বেহালা কবিগুরু সরণি যুব সম্মিলনী ক্লাব একটি সমাজ সেবামূলক সংগঠন আজ তাদের মানুষের জীবন দানের সংকল্প নিয়ে এক রক্তদান শিবিরে আয়োজন করেন । আজকের এই রক্তদান শিবিরে ৭৫ জন রক্তদাতা রক্তদান করেন ।এই অনুষ্ঠানের শুভ সূচনা করেন 18 নম্বর ওয়ার্ডের পৌর পিতা তথা মেয়র পারিষদ তারক সিং মহাশয় ও বিশিষ্ট সমাজসেবী জি,কে,বাজাজ মহাশয় যুব সংক্লাবের সদস্য ও সংগঠনের স্বপন মন্ডল, জয়ন্ত ভদ্র ,সংকর ভৌমিক বাপন দাস,সোমনাথ মন্ডল ,সুমিত বিশ্বাস সহ এলাকার বিশিষ্ট জনেরা উপস্থিত ছিলেন। সংস্থা বিগত দিনে বহু মানুষের সমাজসেবার কাজ করেছেন দুস্ত ছাত্র-ছাত্রীদের পড়াশুনার সরঞ্জাম, চোখের ছানি অপারেশন, অ্যাম্বুলেন্স পরিষেবা খাদ্য ,ঔষধ বিতরণ করে সর্বদা অগ্রণী ভূমিকা পালন করেন। কবিগুরু সরণী যুব সম্মিলনী ক্লাব আগামী দিনের আরো অসহায় মানুষের পাশে থাকার তারা অঙ্গীকারবদ্ধ ।

Leave a Reply