খায়রুল আনাম,
বীরভূম : আন্দোলনে নেমেছেন লরি ও ট্যাঙ্কার চালকেরা। সেইসাথে তারা বিভিন্ন জায়গায় পরিবহন ব্যবস্থা স্তব্ধ করে দেওয়ার পরিপ্রেক্ষিতে চরম অচলাবস্থা তৈরী হয়েছে সড়ক পরিবহনের ক্ষেত্রে। যদিও ইতিমধ্যে এক্ষেত্রে বিবেচনার আশ্বাস পাওয়ার পরে লরি ও ট্যাঙ্কার চালকেরা তাদের আন্দোলন তুলে নিলেও, যে পরিস্থিতির উদ্ভব হয়েছে তাতে পরিবহন ব্যবস্থা স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে একটা দিন লেগে যেতে পারে বলে মনে করা হচ্ছে। ইণ্ডিয়ান অয়েল, ভারত পেট্রোলিয়াম ও হিন্দুস্থান পেট্রোলিয়াম থেকে পেট্রোল, ডিজেল সরবরাহ বন্ধ থাকার পরিপ্রেক্ষিতে যানবাহন চলাচল ব্যবস্থা স্বাভাবিক গতি হারানোর ফলে স্বল্প সময়ের মধ্যেই জিনিষপত্র, বিশেষ করে কাঁচা সব্জির দাম আশ্চর্যজনকভাবে বেড়ে গিয়েছে। গত ডিসেম্বর মাসে বিরোধীশূন্য লোকসভা ও রাজ্যসভায় ভারতীয় ন্যায় সংহিতা বিল পাশ হওয়ায় যে আইন প্রনয়ণ হয়েছে তাতে কোথাও পথ দুর্ঘটনার পর গাড়ির চালক পালিয়ে গেলে ১০ বছরের কারাদণ্ড ও ৫ লক্ষ টাকা করে পর্যন্ত জরিমানা হতে পারে এই আইনে। লরি ও ট্যাঙ্কর চালকরা বলছেন, ৫ লক্ষ টাকা দেওয়ার ক্ষমতা থাকলে গাড়ির ড্রাইভারি করতাম না। আপাতত এই আন্দোলন উঠলেও, এর গভীরতা এখনই পরিমাপ করা সম্ভব নয়।