বিরাটিতে বিধায়ক চন্দ্রিমা ভট্টাচার্যের স্হায়ী কার্যালয়ের উদ্বোধন
১১০ দমদম উত্তর-এর বিধায়ক তথা রাজ্যের বিভিন্ন দপ্তরের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জন সংযোগ ও জন পরিষেবা ক্ষেত্রে এক ধাপ এগোলেন। এখন থেকে নিউ ব্যারাকপুর ও উত্তর দমদম পৌরসভার জন সংযোগের কাজের জন্য তাঁর জন্য নতুন স্হায়ী কার্যালয়ের উদ্বোধন হল বিরাটিতে। এম. বি. রোডের পাশে পঞ্চশীল আবাসনের বিপরীতে তাঁর নতুন কার্যালয়ে প্রতি বুধবার সন্ধ্যা ৬টা ও রবিবার সকাল ১১টা থেকে তিনি বসবেন বলে জানিয়েছেন। এদিন সাংসদ সৌগত রায়, উত্তর দমদম পৌরসভার মুখ্য প্রশাসক বিধান বিশ্বাস, নিউ ব্যারাকপুর পৌরসভার মুখ্য প্রশাসক প্রবীর সাহা’র উপস্থিতিতে ২০ নম্বর ওয়ার্ড অন্তর্গত ‘বিধায়ক কার্যালয়’-এর উদ্বোধনের পরে চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, দলীয় অফিসে সাধারণ মানুষের ইতস্ততা দূর করার জন্য নতুন করে অফিসের প্রয়োজনীয়তাকে গুরুত্ব দেওয়া হল। বিধান বিশ্বাস সকলকে বিজয়ার শুভেচ্ছা জানানোর পাশাপাশি বিরাটির প্রাণকেন্দ্রে বিধায়ক কার্যালয় স্থাপিত হওয়ায় সন্তুষ্টি প্রকাশ করেন।
এদিন উপস্থিত ছিলেন কল্যাণ কর, বাসন্তী দে বিশ্বাস, মহূয়া শীল, সৌমিতা দাস রায়, সৌমেন দত্ত, তপন চক্রবর্তী, সুখেন মজুমদার, দীপক কান্তি বসু, বীণা ভৌমিক সহ অন্যান্য তৃণমূল কংগ্রেসের নেতৃবৃন্দ।
প্রতিবেদন: পিন্টু মাইতি
ছবি: সুবল সাহা,