সাধন মন্ডল,

উলগুলান এর নেতা বিরসা মুন্ডার 147 তম জন্মজয়ন্তী যথাযোগ্য মর্যাদায় সারাদেশে পালিত হচ্ছে পিছিয়ে নেই জঙ্গলমহলও। আজ জঙ্গলমহলের রায়পুর ব্লকের বিরসা মুন্ডা মেমোরিয়াল কলেজে এই উপলক্ষে বিশেষ অনুষ্ঠান অনুষ্ঠিত হলো। বিরসা মুন্ডার জন্মদিনের দিন এই কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল তাই এই কলেজের প্রতিষ্ঠা দিবস পালিত হল ।প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন বাঁকুড়া জেলা পরিষদের সভাধিপতি তথা রায়পুর বিধানসভার বিধায়ক মৃত্যুঞ্জয় মুর্মু ও রায়পুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা জাতীয় শিক্ষক জগবন্ধু মাহাতো। অনুষ্ঠানে বিরসা মুন্ডার মূর্তিতে মান্দা দান করেন আজকের অনুষ্ঠানে আগত অতিথি বৃন্দ। এরপর তারজীবনী নিয়ে দীর্ঘ বক্তব্য রাখেন সভাধিপতি। বিরসা মুন্ডা কে আদিবাসী সমাজ ভগবান বলে মেনে থাকেন। স্বাধীনতা আন্দোলনে তারভূমিকা অপরিসীম। অতীতে এই মহান মানুষটিকে সেভাবে শ্রদ্ধা জানানো হতো না পশ্চিমবঙ্গে মা মাটি মানুষের সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর বিরসা মুন্ডার প্রতি শ্রদ্ধা জানাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে তার জন্মদিন যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে ও এই দিন ছুটি ঘোষণা করা হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে।

Leave a Reply