‘বিভাগীয় ব্যর্থতার দায় নিতে হবে’ এডিজি কে হাইকোর্ট
মোল্লা জসিমউদ্দিন টিপু ,
সোমবার দুপুরে কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থারের এজলাসে উঠে দমদম সংশোধনাগারে বন্দি হস্তান্তর বিষয়ক এক মামলা। যেখানে আগের শুনানিতে এডিজি(.কারা বিভাগ) পীযুষ পান্ডে কে ব্যক্তিগত হাজিরার নির্দেশ দেওয়া হয়েছিল।এদিন এই মামলার শুনানি পর্বে এডিজি পীযুষ পান্ডে কে বিচারপতি তীব্র ভৎসনা করে থাকেন।যা নিয়ে রাজ্য পুলিশ মহলে চরম চাঞ্চল্য রয়েছে। বিচারপতি এজলাসে বলেন – ‘ আপনারা বিচার বিভাগ কে সম্মান করেন না।তাই বিচার বিভাগের নির্দেশ মানার তৎপরতা আপনাদের দেখা যায়না।এটা শুধু আপনার দোষ নয়। তার জন্য দায়ী আপনার বিভাগের সমস্ত কর্মীরা।বিভাগীয় সাফল্যের জন্য যখন আপনার ভূমিকা তুলে ধরা হয়। ঠিক তেমনি ব্যর্থতার দায় নিতে হবে আপনাকেই’। এইভাবেই চরম ভৎসনা করার পাশাপাশি দমদমের ওই বন্দি কে বিএসএফের মাধ্যমে হিমাচলে পাঠানোর নির্দেশ দেন বিচারপতি রাজশেখর মান্থার।সম্প্রতি কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থারের এজলাসে উঠেছিল দমদমের এক বন্দি স্থানান্তর মামলা।সেখানে কারা দপ্তরের ভূমিকায় ক্ষুব্ধ হয়েছিল আদালত। ২৩ আগস্ট এই মামলার শুনানির দিনে এডিজি ( কারা দপ্তর) পীযুষ পান্ডে কে ব্যক্তিগত হাজিরার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি রাজশেখর মান্থার।এক বন্দি স্থানান্তর মামলায় অযথা দেরি করা এবং অবহেলা করার মনোভাব দেখানোর জন্য এডিজি কে ব্যক্তিগত হাজিরার নির্দেশ দেন বিচারপতি রাজশেখর মান্থার।এই রাজ্যের জেলে বিচারধীন বন্দি রনজিৎ সিং কে হিমাচল প্রদেশে স্থানান্তর ব্যাপারে কি পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে এবং হাইকোর্টের নির্দেশের পরেও কেন অযথা দেরি করলো কারা দপ্তর তার লিখিত বক্তব্য জানতে চেয়েছিল কলকাতা হাইকোর্ট। সরকার পক্ষের আইনজীবী সাবির আহমেদ আদালত কে জানান – ‘ হাইকোর্টের নির্দেশ তিনি যথাযথ সময়ে পাঠিয়ে দিয়েছেন।কারা দপ্তর এটি স্বরাষ্ট্র মন্ত্রক কে পাঠায় বিষয়টি খুব একটা গুরুত্ব দেয়নি কারা দপ্তর ‘। এই মামলায় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে সাতদিনের সময়সীমা চাওয়া হয়েছিল আদালতের কাছে।সরকারি আইনজীবীর কাছে কারা দপ্তরের গাছাড়া মনোভাব দেখে ক্ষুব্ধ বিচারপতি রাজ্যের কারা দপ্তরের এডিজি পীযুষ পান্ডে কে ২৩ আগস্ট ব্যক্তিগত হাজিরার নির্দেশ দিয়েছিলেন। জানাতে হবে এই রাজ্যের বিচারধীন বন্দি রনজিত সিংহের হিমাচল প্রদেশে স্থানান্তর ব্যাপারে রাজ্য কারা দপ্তর কেন উসাসীন? আজ ছিল এই মামলার শুনানি।সেখানে এডিজি পীযুষ পান্ডে কে চরম ভৎসনা করে থাকেন বিচারপতি। পাশাপাশি বিএসএফের মাধ্যমে হিমাচল প্রদেশে স্থানান্তর করার নির্দেশ বিচারপতি।