কাজল মিত্র,
প্রতিনিয়ত বাড়ছে কর্মহীন মানুষের সংখ্যা। সেই সাথে বাড়ছে শীতের তিব্রতা।
আর তাই পশ্চিম বর্ধমান জেলার বারাবনি ব্লকের পুঁচড়া পঞ্চায়েতের উদ্দোগে পঞ্চায়েতের কার্যালয়ে দুস্থ অসহায় কর্মহীন ও শীতার্থ ২০০ জন পরিবারের মাঝে কম্বল বিতরণ ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
খাদ্য সামগ্রী বিতরণের মধ্যে ছিল চাল, ডাল, আলু ,চিনি পেয়াজ,সোয়াবিন তেল,লবণ
সহ বহু কিছু।
এ সকল ত্রান সামগ্রী ও শীথ বস্ত্র বিতরনকালে উপস্থিত ছিলেনএদিনের এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারাবনির বিধায়ক তথা পশ্চিম বর্ধমান জেলা তৃণমূলের সভাপতি বিধান উপাধ্যায় মহাশয়।
জেলা পরিষদের সদস্য অসিত সিং ,বারাবনি থানার ভারপ্রাপ্ত আধিকারিক অরিন্দম মন্ডল,পুঁচড়া হাই স্কুলের প্রধান শিক্ষক অভিজিৎ উপাধ্যায়
এছাড়া উপস্থিত ছিলেন বারাবনি পঞ্চায়েত সমিতির সহসভাপতি সুকুমার সাধু
স্থানীয় পঞ্চায়েতের প্রধান সুকুমার পাল উপপ্রধান পার্থসারথি মুখার্জী ও গ্রাম পঞ্চায়েতের সদস্যরা।