Spread the love

বাটানগরের মেয়ে শর্মিষ্ঠার নাম নথিভুক্ত হল ‘লন্ডন বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড’-এ


  বেঙ্গল ক্রিয়েটিভ ক্লাবের উদ্যোগে অভিনব প্রদর্শনী ‘দ্যি শেডস অফ ন্যুড’ যখন সাফল্যের শিরোনামে, অপরদিকে আরও একটি সাফল্য শিল্প সমাজকে একটি নতুন তকমা এনে দিল। ন্যুডের ওপর ফটোগ্রাফি, পেইন্টিং এবং স্কাল্পচারের ত্রিসঙ্গমে এই অভাবনীয় এক্সিবিশনের ফিচার্ড মডেল শর্মিষ্ঠা তার আর্ট মডেলিং-এর মাধ্যমে যেভাবে সনাতন দিন্দা থেকে শুরু করে বিভিন্ন শিল্পীদের শিল্প সৃষ্টিতে সাহায্য করেছে তা ভারতীয় শিল্প সমাজে এক আলোড়ন তৈরি করেছে। এই বৃহত্তর সামাজিক অবদানের জন্য তার নাম নথিভুক্ত হলো ‘লন্ডন বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড’-এ। ২০২২-এর মিস কোলকাতা তিলোত্তমা উইনার শর্মিষ্ঠার সাথে কথা বলে জানা গেল যে ২০১৬ সাল থেকে তার এক্টিং-মডেলিং জগতে প্রবেশ, ছোটো থেকেই শিল্প ভালোবাসে সে। বর্তমানে শর্মিষ্ঠা বিভিন্ন ইন্টারন্যাশনাল প্লাটফর্মে কাজ করছে । সাথে বিভিন্ন নামী কোম্পানির মডেল হিসেবে কাজ করছে। শর্মিষ্ঠা আরও জানায় প্রফেশনাল কাজ করার সাথে সাথে সমাজের পিছিয়ে পড়া শিল্পীদের সাহায্য করার ভাবনা এবং ভারতীয় শিল্প সমাজকে একটি ভিন্নমাত্রায় নিয়ে যাওয়ার ইচ্ছে তার বরাবর ছিল। তাই ভারতীয় শিল্প সমাজকে সাবালক করার পরিকল্পনা নিয়েই বেঙ্গল ক্রিয়েটিভ ক্লাবের শিল্পীদের সাথে এই অভাবনীয় এক্সিবিশনের পদক্ষেপ সে নেয়। এই এক্সিবিশনে ভারতীয় তারকা শিল্পীরা যেমন সনাতন দিন্দা, রামকুমার মান্না, গোপাল নস্কর, রাজু দেবনাথ, সুরথ চক্রবর্তী, ইন্দ্রনীল ঘোষ, ননীগোপাল বিশ্বাসের মতো শিল্পীরা শর্মিষ্ঠাকে নিয়ে তাদের পেইন্টিং, স্কাল্পচার এবং ফোটোগ্রাফি করেছেন। ভারতীয় শিল্প সমাজকে উন্নত করতে শর্মিষ্ঠা এমন এক ঐতিহাসিক এক্সিবিশনে শিল্পীদের সাহায্য করায় তার নাম লন্ডন বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নামাঙ্কিত হল। তার এই সাফল্যে বেঙ্গল ক্রিয়েটিভ ক্লাবের সকল সদস্য তাকে অভিনন্দন জানায়।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *