বাজ পড়ে রাইপুরে আহত ১ মৃত ১ ,

সাধন মন্ডল বাঁকুড়া:–আজ সকাল থেকেই বৃষ্টি পড়ছিল বর্তমান চাষের সময় এলাকার মানুষ চাষের কাজে ব্যস্ত থাকেন আজও তার ব্যতিক্রম ঘটেনি কয়েকদিনের বৃষ্টিতে মাঠে-ঘাটে চাষীরা জোর কদমে চাষের কাজে চাষ করতে নেমে পড়েছেন শ্রমিক শ্রেণীর মানুষরা সেখানে অংশগ্রহণ করে থাকেন কিন্তু চাষের কাজ করতে গিয়ে আজ দুপুরে রাইপুরের রাওতোড়া গ্রামের বাসিন্দা, দিপালী মাহাতো ৪২ নামে এক মহিলা বজ্রাঘাতে মারা যান। বজ্রপাতের পর স্থানীয়রা তাকে রাইপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসা করা তাকে মৃত বলে ঘোষণা করেন ।পরে রাইপুর থানা পুলিশ মৃতদেহটি বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ ও হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছেন বলে পুলিশ সূত্রে জানা যায় । তার স্বামী লক্ষণ মাহাত বলেন দুপুরে এই দুর্ঘটনাটি ঘটেছে। ঘটনার পর রাউতোড়া গ্রামে শোকের ছায়া নেমে এসেছে ।অন্যদিকে রাইপুর থানার শ্যামপুর গ্রামের বাসিন্দা মঙ্গল হেমরম ৩৬ মাঠে কাজ করার সময় বজ্রপাতে আহত হন স্থানীয়রা তাকে রাইপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে আসেন সেখানে তার চিকিৎসা চলছে বলে পুলিশ সূত্রে জানা যায়।

Leave a Reply