বাঁকুড়া জেলা হাসপাতালে বিরল অস্ত্রোপচারে সাফল্য
সাধন মন্ডল,
সরকারি হাসপাতালে ভালো চিকিৎসা হয়না এই ধারণা অনেকেরই থাকে।তবে জেলা হাসপাতাল গুলি আগেকার তুলনায় ভালো চিকিৎসা প্রদান করছে এই খবর হয়তো সবার জানা নেই।বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ হাসপাতালে ঘটলো বিরল অস্ত্রোপচার। যার জেরে প্রাণে বাঁচলেন পুরুলিয়ার বছর ৪৫ এর মদন রজক।পুরুলিয়ার বাসিন্দা মদন রজক পেশায় শ্রমিক। কলকাতায় চিকিৎসা করানো তার পক্ষে সম্ভব নয়।তাই বাঁকুড়া জেলা হাসপাতালে চিকিৎসা করাচ্ছিলেন তিনি।বছরের পর বছর পেটে সাড়ে সাতশো ওজনের মাংস পিন্ড নিয়ে জীবন কাটাচ্ছিলেন তিনি।মদন জানাচ্ছেন – প্রায়শই পেটে ব্যর্থা,মলমূত্রে সমস্যা, গ্যাস অম্বলে ভূগতে হত।তাছাড়া পেটে ভারী কিছু উপলব্ধি হতো ‘। ২০ থেকে ২৫ বছর চলছিল এইরকম। তবে বাঁকুড়ার শল্যবিভাগের ডাক্তারবাবুরা এত দ্রুত সারিয়ে ফেলবেন তা ভাবতেই পারেনি মদন।ডাক্তারবাবুরা জানিয়েছেন – এই রোগের নাম পেরিটোনিয়াল জয়েন্ট লুজ বডি।পেটের মধ্যে এই মাংস পিন্ড টি ঘুরে বেড়ায়।কয়েক হাজার জনের মধ্যে দু একজনের এই রোগ হয়। দশজনের টিম গড়ে বাঁকুড়া জেলা হাসপাতালের ডাক্তারবাবুরা।