বিষ্ণুপুর মহকুমা লোক-আদালতে সমন্বয়ের বার্তা
বিষ্ণুপুর( বাঁকুড়া): আজ ন্যাশনাল লোক আদালতের তিনটি বেঞ্চে ছিল অভিনব সংযোজন ।প্রথাগত বিচারকের সাথে বিচারকের আসনে উপস্থিত ছিলেন তিন ধর্মের তিনজন প্রতিনিধি। এই উদ্যোগের পিছনে কি ভাবনা?এর উত্তরে অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক আতাউর রহমান জানান, -‘ এই ধর্মীয় প্রতিনিধিগণ সমাজের সাথে যুক্ত, মানুষের কল্যাণ ও চিন্তনকে তাঁরা প্রভাবিত করেন। তাই লোক আদালতের কার্যক্রম সম্পর্কে মানুষকে অবহিত করতে পারবেন তাঁরা। আর সব ধর্মের মানুষের মধ্যে আরো ভালো সমন্বয় প্রতিষ্ঠা করতে পারলে বিচার ব্যবস্থা ও প্রশাসন উভয়েরই লাভ’। আজকের লোক আদালত ঘিরে উপভোক্তাদের উৎসাহ ছিল চোখে পড়ার মত।
সংবাদ:হরি প্রসন্ন মিশ্র