সঞ্জয় হালদার,
পুরুলিয়া জেলার বলরামপুরের লাক্ষার সুনাম আছে। এখান থেকে দেশের বিভিন্ন এলাকা তো বটেই, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, ইতালি পর্যন্ত গালা রপ্তানি হয়, ফলে বলরামপুরের অর্থনীতির উন্নয়নে এই লাক্ষা শিল্পের ভূমিকা অনস্বীকার্য। কিন্তু বর্তমানে এই শিল্প কিছুটা ভাটা পড়েছে। তাই বলরামপুরের লাক্ষা শিল্পের অতীতের স্বর্ণ যুগ ফিরিয়ে দিতে উদ্যোগী হয়েছে রাজ্য সরকার।বলরামপুরের লাক্ষা শিল্পের উন্নতি এবং শিল্পোৎপাদন বৃদ্ধি করার জন্য ইতিমধ্যে বলরামপুরে লাক্ষা ক্লাস্টার তৈরি হয়েছে। প্রকল্পটি রূপায়নের পথে প্রস্তুতি জোরকদমে চলছে, আজ এই লাক্ষা ক্লাস্টারের পরিদর্শনে আসেন পুরুলিয়া জেলা পরিষদের ক্ষুদ্র শিল্প ,বিদ্যুৎ ও চিরাচরিত শক্তির কর্মাধ্যক্ষ নমিতা সিং মুড়া ও সভাধিপতি সুজয় ব্যানার্জি মহাশয় ।