বাঁকুড়া জেলা জাতীয় ক্রীড়া ও শক্তি সংঘের বর্ষবরণ

সাধন মন্ডল,

আজ ১লা বৈশাখ ১৪২৯ নববর্ষের প্রভাতে বাঁকুড়া জেলা জাতীয় ক্রীড়া ও শক্তি সংঘের উদ্যোগে বাংলার প্রাণের উৎসব নববর্ষ উৎসব উদযাপিত হলো । সংঘের সদস্য ও যোগ সেন্টার এর সদস্য ও শুভানুধ্যায়ীদের উপস্থিতিতে বাঁকুড়া বঙ্গবিদ্যালয় প্রাঙ্গন থেকে এক ব্যান্ডবাদ্য সহ বর্নাঢ্য শোভাযাত্রা শুরু হয়ে সুভাষ রোড, বড়বাজার রাণীগঞ্জ মোড়হয়ে রাসতলা , নুনগোলা রোগ হয়ে মাচানতলায় শেষ হয়। সাধারণ সম্পাদক রবীন মন্ডল জানান ,এই প্রভাতফেরী তে অংশ নেন সংঘের সভাপতি ডাঃ অমিতাভ চট্টরাজ,কার্য্যকরী সভাপতি দীপক ঘোষ, সংগঠন সম্পাদক দেবাশীষ দত্ত, সাংবাদিক সন্তোষ ভট্টাচার্য,কবি ভজন দত্ত,পার্থ কুন্ডু , অর্চনা বসু ,শ্যামলী দাস ,কৌশিক চ্যাটার্জী, মথুর চন্দ্র মই ,ডঃ প্রিয়নাথ হালদার সহ বিশিষ্ট ব্যাক্তিগণ।

Leave a Reply