বনদপ্তরের উদ্যোগে প্লাস্টিক ও আবর্জনা মুক্তকরণ অভিযান কর্মসূচি শুরু ,রাজনগরে
সেখ রিয়াজুদ্দিন,বীরভূম:- আগামী ৫ ই জুন বিশ্ব পরিবেশকে সামনে রেখে বন দপ্তরের উদ্যোগে রাজনগর রেঞ্জের অন্তর্গত বিভিন্ন সরকারি ও বেসরকারি এলাকাকে প্লাস্টিক এবং আবর্জনা মুক্ত করার লক্ষ্যে আজ শুক্রবার থেকে এই কর্মসূচি শুরু হলো । এই উপলক্ষে রাজনগর গ্রামীণ হাসপাতাল, রাজনগর ব্লক অফিস চত্বর সহ অন্যান্য জায়গার যেখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্লাস্টিক ও আবর্জনা মুক্ত করার উদ্যোগ নেওয়া হলো । রাজনগরের বিডিও শুভদীপ পালিত, রাজনগর রেঞ্জের রেঞ্জার কুদরতে খোদা, রাজনগর থানার ওসি দেবাশীষ পন্ডিত, এস আই অরিন্দম দেবনাথ এইসব এলাকার জঞ্জাল পরিষ্কার করার কাজে নিজেরাই হাত লাগান। পাশাপাশি সহযোগিতার হাত বাড়িয়ে দেন খোদাইবাগ মাসুম স্পোর্টিং ক্লাবের কর্মকর্তারা। উপস্থিত ছিলেন রাজনগর গ্রামীণ হাসপাতাল, রাজনগর বনদপ্তরের কর্মকর্তা সহ কর্মীগণ ও রাজনগর থানার সিভিক ভলেন্টিয়ারা।