Spread the love

সেখ রাজু

অপরাধ দমনে ফের মঙ্গলকোট থানা বড়সড় সাফল্য পেল । কয়েকদিন আগে ঘটে যাওয়া চুরির ঘটনায় অভিযুক্তদের গ্রেফতার করে কাটোয়া আদালতে পাঠায় মঙ্গলকোট থানার পুলিশ । গত ১১ই আগস্ট রাতের বেলায় মঙ্গলকোটের রঘুনাথপুরের ইটভাটায় চুরির ঘটনা ঘটে । ইটভাটার মালিক চিন্ময় বন্দ্যোপাধ্যায়ের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করা হয় । মঙ্গলকোট থানার আইসি মধুসূদন ঘোষের নেতৃত্বে তদন্তের তৎপরতার গতি বৃদ্ধি পায় । ধৃতরা হলেন শেখ সালাউদ্দিন (বাড়ি শিমুলিয়া চটি) । মাফুজ সেখ (বাড়ি শিমুলিয়া) । ভাতারের কুবাজপুরের উত্তম দাস এবং সালারের সেখ আসিফুল । এই ঘটনার সঙ্গে আরও কারা কারা জড়িত? তাদের গ্রেপ্তারের লক্ষ্যে পুলিশি হেফাজতের আবেদন চেয়ে ধৃতদের কাটোয়া আদালতে পাঠানো হয় । পাশাপাশি কেরালা রাজ্য থেকে মঙ্গলকোটের এক নাবালিকাকে উদ্ধার করল মঙ্গলকোট থানা । নাবালিকার বাবার অভিযোগের ভিক্তিতে তৎপরতার সঙ্গে তদন্ত শুরু করে মঙ্গলকোট থানা । ফোনের লোকেশন ধরে কেরালা রাজ্যের মালপপুরম জেলার কাদমপুজা এলাকা থেকে নাবালিকা এবং ঘটনায় জড়িত শেখ রাহুলকে উদ্ধার করে মঙ্গলকোট থানা । কেরালার কোর্ট থেকে ট্রানজেশন রিমান্ডে মঙ্গলকোট থানায় নিয়ে আনা হয় । ধৃতদের মঙ্গলবার কাটোয়া আদালতে পেশ করলো মঙ্গলকোট থানা ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *