Spread the love

ফের পিছিয়ে গেল অনুব্রত মামলার ‘সুপ্রিম’ শুনানি 

নিজস্ব প্রতিনিধি, 

 শুক্রবার দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে অনুব্রত মন্ডলের জামিন বিষয়ক মামলার শুনানি চলে । আরও আড়াই মাস দিল্লির তিহাড় জেলেই থাকতে হবে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলকে। অনুব্রতর জামিনের আবেদনের শুনানি ১০ সপ্তাহ পিছিয়ে দিল সুপ্রিম কোর্ট। এরফলে আপাতত স্বস্তি মেলার কোনও সম্ভাবনা নেই। উল্লেখ্য, গত ২০২২ সালের আগস্ট মাসে বীরভূমের  তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলকে গরুপাচার মামলায় গ্রেপ্তার করেছিল সিবিআই।আসানসোল সিবিআই  আদালতে প্রথমদিকে এই মামলা চলে। অনুব্রত মণ্ডলকে আসানসোলের সংশোধনাগারেই বন্দি ছিলেন। পরে জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে দিল্লিতে নিয়ে যান কেন্দ্রীয় তদন্তকারীরা। তিহাড় জেলে আপাতত বন্দি দাপুটে তৃণমূল নেতা।দীর্ঘদিন ধরেই জামিনের চেষ্টা চালিয়ে যাচ্ছেন অনুব্রত। কখনও দিল্লির রাউজ অ্যাভিনিউ কোর্ট, কখনও দিল্লি হাইকোর্ট। কিন্তু কোনও আদালতেই স্বস্তি মেলেনি। সম্প্রতি সুপ্রিম কোর্টেও আবেদন করেন তিনি। সেই মামলার শুনানি ছিল শুক্রবার। কিন্তু শীর্ষ আদালত ১০ সপ্তাহের জন্য শুনানি স্থগিত করে দিল। জুলাই মাসে ফের মামলার শুনানি হওয়ার কথা। ততদিন তিহাড়ই অনুব্রতর ঠিকানা হতে চলেছে। তৃণমূল নেতার জামিনের আবেদন আগেই নাকচ করে দিয়েছে দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্ট। দিল্লি হাইকোর্টে এখনও একটা মামলা চলছে । তবে সুপ্রিম কোর্টে শুনানি চলাকালীন হাইকোর্ট এ বিষয়ে হস্তক্ষেপ করবে না বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *