ফের অবৈধ ৬০ টন কয়লা আটক দুবরাজপুর থানায়
সেখ রিয়াজুদ্দিন বীরভূম:- জেলা জুড়ে অবৈধভাবে পাচার হওয়া কয়লা,বালি রুখতে জেলা প্রশাসন তৎপর,এতদসত্ত্বেও অসাধু ব্যবসায়ীরা সেই সমস্ত কারবার বেপরোয়া ভাবে চালাতে অভ্যস্ত।পুলিশের পক্ষ থেকে ও নিয়মিত ভাবে চলছে অবৈধ পাচার রোধে অভিযান।সেইরকম অভিযান চালিয়ে অবৈধভাবে পাচার হওয়া কয়লা বোঝাই তিনটি ট্রাক আটক করে দুবরাজপুর থানার পুলিশ। জানা যায়, গত দুদিনে অভিযান চালিয়ে রানিগঞ্জ মোরগ্রাম ১৪ নম্বর জাতীয় সড়কের দরবেশ মোড় দিয়ে পাচারের মুহুর্তে তিনটি কয়লা বোঝাই ট্রাক সহ প্রায় ৬০ টন অবৈধ কয়লা বাজেয়াপ্ত করল ।যার বর্তমান বাজার মূল্য প্রায় ৭ লক্ষ টাকা। সেই সাথে গ্রেপ্তার করা হয়েছে দুজন চালককে। পুলিশ সূত্রে জানা যায়, বর্ধমান জেলা এবং বীরভূম দক্ষিণ পশ্চিম সীমান্তবর্তী ঝাড়খণ্ড রাজ্য থেকে বীরভূমের ওপর দিয়ে যাওয়ার সময় ট্রাকগুলো আটক করে দুবরাজপুর থানার পুলিশ।