প্রয়াত পাক পরমাণু বিজ্ঞানী কাদের খান
সেখ সামসুদ্দিন
, রবিবার সকালে পাকিস্তানের বিখ্যাত পরমাণু বিজ্ঞানী আব্দুল কাদের খান (৮৫) বয়সজনিত কারণে মারা গেছেন। এই মৃত্যুতে শোক জানিয়েছেন বিশ্বের বিজ্ঞানীরা।পাক পারমাণবিক বোমা প্রকল্পের জন্য এইচইইউ ভিত্তিক গ্যাস-সেন্ট্রিফিউস ইউরেনিয়াম সমৃদ্ধিকরণ প্রোগ্রামের প্রতিষ্ঠাতা তিনিই। রবিবার সকাল ৭টা নাগাদ ইসলামাবাদের এক হাসপাতালে তাঁর মৃত্যু হয়েছে। বার্ধক্যজনিত অসুস্থতাই মৃত্যুর কারণ। এদিন ভোরেই হঠাত্ শ্বাসকষ্ট শুরু হয় খানের। তাঁকে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানেই চিকিত্সা চলাকালীন তাঁর মৃত্যু হয়েছে। এই মৃত্যুতে শোক প্রকাশ করেছেন পাক মন্ত্রী এবং বিশিষ্ট জনেরা। পাকিস্তানের পারমাণবিক গবেষণায় আব্দুল কাদের খানের অবদান অনস্বীকার্য। আজ পাকিস্তান পরমাণু বোমায় যে সমৃদ্ধি লাভ করেছে, তা এই প্রয়াত বিজ্ঞানীর জন্যই।