Spread the love

প্রাথমিকে আদালতের নির্দেশে বরখাস্তদের তালিকায় কালনার সিপিএম নেতার মেয়ে!

পারিজাত মোল্লা, কালনা,
 গত সোমবার কলকাতা হাইকোর্টের নির্দেশে প্রাথমিকের ২৬৯ জন শিক্ষকের চাকরি বরখাস্ত হয়েছে । অভিযোগ, এই শিক্ষকদের নিয়ম বহির্ভূত ভাবে নিয়োগ করা হয়েছিল। বরখাস্ত হওয়া এই শিক্ষকদের মধ্যেই রয়েছে পূর্ব বর্ধমানের কালনার এক সিপিএম নেতার মেয়ের নাম! এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক চাঞ্চল্য পড়ে গেছে পূর্ব বর্ধমান জেলার  কালনায়।যে ২৬৯ জন শিক্ষককে বরখাস্ত করা হয়েছে, তাঁরা ২০১৪ সালে টেট পরীক্ষা দিয়েছিলেন। ২০১৭ সালে এই ২৬৯ জনের নামের তালিকা প্রকাশিত হয়। এই তালিকাই বাতিল করে দেন কলকাতা হাইকোর্টের  বিচারপতি অভিজিত্‍ গঙ্গোপাধ্যায়। নিয়োগ দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে আদালত ।বরখাস্ত হওয়া ২৬৯ জনের মধ্যে পূর্ব বর্ধমান জেলার ১৭ জনের নাম ছিল। এই ১৭ জনের মধ্যে ছিলেন কালনার সিপিএম নেতা বীরেন্দ্র নাথ বসু মল্লিকের মেয়ে বৈশাখী বসু মল্লিকের নাম। জানা গেছে, বীরেন্দ্রনাথবাবু দীর্ঘদিন কালনা পুরসভার সিপিএমের কাউন্সিলর ছিলেন। সিপিএমের প্রাথমিক স্কুল শিক্ষক সংগঠন এবিপিটিএ-র সহ সভাপতি ছিলেন । বরখাস্ত হওয়া শিক্ষিকা বৈশাখীর স্বামী শুভাশিস সরকার  ২০১৫ সালে নির্বাচনে কালনা পুরসভায় সিপিএমের প্রার্থী হয়েছিলেন। বৈশাখীর মা একসময় গণতান্ত্রিক মহিলা সমিতির দাপুটে নেত্রী ছিলেন। বৈশাখী ২০১৮ সালের জানুয়ারি মাসে কালনার ধাপাসপাড়া প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা পদে যোগ দিয়েছিলেন। আদালতের নির্দেশেই আপাতত চাকরি গিয়েছে বৈশাখীর। বিষয়টি জানাজানি হতে চাঞ্চল্য  ছড়িয়েছে কালনা শহর জুড়ে। কোন মন্তব্য পাওয়া যায়নি অভিযুক্ত এর তরফে। কালনার তৃণমূল বিধায়ক দেবপ্রসাদ বাগ সংবাদ মাধ্যম কে বলেন, – ‘শুধু তৃণমূলের লোকেরা চাকরি পেয়েছে বলে বিরোধীরা যে দাবি তোলে, তা যে ঠিক নয়, এই ঘটনাই তার প্রমাণ। তবে এটি আদালতের বিচারাধীব বিষয়, তাই আমরা কোনও মন্তব্য করব না। বিচারব্যবস্থার প্রতি আমাদের আস্থা রয়েছে।’গত ১৩ জুন ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের সচিব আর সি বাগচি পূর্ব বর্ধমান জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যানকে চিঠি দিয়ে মোট ১৭ জন প্রাথমিক শিক্ষককে বরখাস্ত করার কথা জানিয়েছেন। কলকাতা হাইকোর্টের নির্দেশে তাঁদের বরখাস্ত করা হয়েছে বলে জানানো হয়েছে। সেই তালিকায় দ্বিতীয় নামটি রয়েছে বৈশাখীর। সেই তালিকাতেই উল্লেখ রয়েছে, বৈশাখীর প্রাপ্ত নম্বর ৩৩.৬৪৯। ২০১৮ সালের জানুয়ারিতে কালনার ধাপাসপাড়া প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক পদে যোগ দিয়েছিলেন বৈশাখী। এছাড়াও এই ১৭ জনের তালিকায় নাম রয়েছে অমৃতা ঘোষ, প্রসেনজিত্‍ ভট্টাচার্য, নির্মাল্য পাল, সুশান্ত চট্টোপাধ্যায়, অপূর্ব মাইতি, মিঠু রায়, রুণু দাঁ, মধুরিমা মজুমদার, শুভাশিস ঘোষ, সুদীপ পালিত, পাপিয়া রায়, অভিজিত্‍ দত্ত, প্রবীর বিশ্বাস, মহম্মদ শামিম, পিন্টু মাইতি ও মিরশাদ আলির।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *