শুভ ঘোষ,

বাইপাস সংলগ্ন নিউটাউন একটি ব্যাংকয়েট হোটেলে টলিউড অভিনেতা ও অভিনেত্রী ঋর্তিকা ও আর্য অভিনীত বাংলা সিনেমা শুভমুক্তি ট্রেলার প্রকাশ পেলো প্রথম বারের প্রথম দেখা। পরিচালক আকাশ মালাকারের প্রযোজিত নতুন বাংলা সিনেমা( প্রথম বারের প্রথম দেখা) ট্রেলার লঞ্চে উপস্থিত ছিলেন এস বি ফিল্ম এন্ড ইনভারমেন্ট নিবেদিত চন্দ্রকান্তি সরকার, তন্ময় লোধ, সুশান্ত বিশ্বাস, আকাশ মালাকার পরিচালিত মিষ্টি প্রেমের কাহিনী নতুন বাংলা ছবি (প্রথম বারের প্রথম দেখা)।

Leave a Reply