খায়রুল আনাম,

বীরভূম : দুই প্রতিবেশীর মধ্যে ঝগড়ার রেশ গড়িয়েছিল মধ্য রাত্রি পর্যন্ত। আর তারই জেরে লাভপুরের ঠিবা গ্রামের বাবু বাগ্দী ধরমদাসী বাগ্দী (৫৫) নামে এক মহিলার মাথায় শাবল দিয়ে আঘাত করলে তিনি ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে লাভপুর থানার পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে বোলপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসে ময়নাতদন্তের জন্য। ঘটনার পর থেকেই অভিযুক্ত গা ঢাকা দিয়েছে। অভিযুক্তের স্ত্রী সাথী বাগ্দী অবশ্য তার স্বামীর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে বলেছেন, তার স্বামী নির্দোষ। তাকে ফাঁসানোর চেষ্টা হচ্ছে।

Leave a Reply