নিজস্ব প্রতিনিধি –
পি এন্ড সি ফেস অফ ওয়েস্টবেঙ্গল সিজন ২ এর গ্র্যান্ড ফিনালেতে টাইমলেস বিউটি পুরস্কারে পুরস্কৃত হই। আমি স্বাতী রায় আমার ছোট বেলা কেটেছে হাওড়ার শিবপুরে। আমার স্বামীর চাকরির সূত্রে অনেক দেশ ঘুরতে ঘুরতে এখন আমি পশ্চিমবঙ্গের শিল্প শহর দুর্গাপুরের বাসিন্দা। আমি এখন বেকিং ও কুকিং এর ক্লাস করাই, তাছাড়া আমার একটি বুটিক আছে। বুটিকের এর গহনা তৈরী ও শাড়ি তে আঁকা ও সুতোর কাজ আমি নিজে করি। আমার ছোট থেকেই এই ফ্যাশন দুনিয়াতে একটা আকর্ষণ ছিল। কিন্তু আমার খুব ছোট বেলাতেই বিয়ে হয় তারপর অন্য দের মতো আমিও ব্যাস্ত পরি সাংসারিক জীবনে তবে বাচ্চাদের বড় করবার পাশাপাশি নিজেকে ব্যাস্ত রাখি অনেক রকম কাজের মাধ্যমে। কিন্ত এই ইচ্ছা টি মনের কোনা তেই থেকে গিয়েছিল
হঠাৎ সোশ্যাল মিডিয়াতে পি এন্ড সি ফেস অফ ওয়েস্টবেঙ্গল সিজন ২ এর বিজ্ঞাপন টি দেখে মনের সুপ্ত বাসনা টি জেগে ওঠে এবং আমি ওনাদের সাথে যোগাযোগ করি
এবং অডিশনের মাধ্যমে আমাকে নির্বাচিত করেন ও এই মঞ্চে আসার সুযোগ পাই। এখান থেকে অনেক কিছু ভালো অভিজ্ঞতা হলো।
আমি কৃতজ্ঞ আমার স্বামী ও সন্তানদের কাছে। তারাই আমাকে সমস্ত ক্ষেত্রে এগিয়ে যাবার আলো দেখায়
আমার কাছে বয়স টা একটা মাইলস্টোন মাত্র।
আমি আর ও অনেক কাজ করতে চাই, আমি সকল
মহিলাদের বলবো নিজের জন্য বাঁচো। দিনের কিছু টা সময়কে নিজেকে দাও। দেখবে নিজে ভালো আছো আর তোমার পাশের ভালোবাসার লোকজন ও ভালো আছে। অসংখ্য ধন্যবাদ জানাই বিলকিস পারভীন চ্যাটার্জি ম্যাডামকে আমাকে এত বড় একটা সুযোগ দেওয়ার জন্য।