।। অনুদানের ভরসায় না থেকে পাড়া কমিটির উদ্যোগে রাস্তা সংস্কার ।।
জাহির আব্বাস, বর্ধমান:
পাড়া কমিটির উদ্যোগে রাস্তা সারাই করে নজির গড়লেন বর্ধমানের কেশবগঞ্জ চটির বাসুদেব পল্লীর বাসিন্দারা। জানা গেছে, বেশ কয়েক বছর আগে জি টি রোড থেকে কেশাবগঞ্জ চটির বাসুদেব পল্লীর রাস্তাটি ঢালাই হয়েছিল। সেখানে রয়েছে একটি বেসরকারি নার্সিংহোমও। তাই প্রতিদিন আনাগোনা হয় বহু মানুষের। কিন্তু বর্তমানে রাস্তার বেশ কিছু জায়গা খারাপ হয়ে যাওয়ায় স্থানীয় বাসিন্দা ও দোকানদারদের আর্থিক সহায়তায় খারাপ হয়ে পড়া অংশগুলো সারাই করা হয়। এর জন্য খরচ হয় প্রায় ২৫ হাজার টাকা। বাসুদেব পল্লী উন্নয়ন কমিটির সম্পাদক মইদুল ইসলাম জানান, ” পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী রাজ্য জুড়ে উন্নয়নের জোয়ার নিয়ে এসেছেন। চারিদিকে কাজ চলছে। টুকটাক সব কাজে সরকারি অনুদানের অপেক্ষায় থাকা ঠিক নয়। আমরা যদি নিজেরা উদ্যোগ নিয়ে সেখানে কিছুটা শরিক হই, তাতে অসুবিধা কোথায়! আমাদেরও তো কিছু দায়িত্ব কর্তব্য রয়েছে। এটা তারই অংশ মাত্র। যদিও ইতিমধ্যেই আমরা বেলকাশ পঞ্চায়েতের অন্তর্গত এই এলাকার রাস্তাঘাট ও ড্রেন সহ নানা উন্নয়ন মূলক বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। আশাকরি শীঘ্রই অনুমোদন মিলবে।” রাস্তা সংস্কারের এই প্রচেষ্টায় দারুণ খুশি এলাকাবাসিরা। তৃণমূলের স্থানীয় নেতৃত্ব এ প্রসঙ্গে বলেন, ” এই ধরনের উদ্যোগ খুবই প্রশংসনীয়। মা মাটি মানুষের সরকার তো বিভিন্ন উন্নয়ন মূলক প্রকল্প দিয়ে মানুষের পাশে দাঁড়াতে অঙ্গীকার বদ্ধ। পাশপাশি, সাধারণ মানুষও যদি তাদের দায়িত্ব ও কর্তব্যের জায়গা থেকে এগিয়ে আসে তাতে মন্দ কী! বরং এমন পারস্পরিক সহযোগিতার মনোভাব সর্বত্রই আরও বেশি করে গড়ে উঠুক।”