ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হতে চলেছে দুয়ারে সরকার এবং দ্রুত পানীয় জলের সমস্যা মিটবে ব্লকের মধ্যে,সাংবাদিক সম্মেলনে বার্তা ব্লক নেতৃত্বের
কাজল মিত্র :- সালানপুর ব্লকের তৃণমূল কংগ্রেস এর পক্ষ থেকে সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেস কার্যালয়ে সাংবাদিক সম্মেলন আয়োজন করা হয়।এই সাংবাদিক সম্মেলনেএর মধ্যে দিয়ে এলাকার বেশ কিছু সমস্যার বিষয় তুলে ধরা হয়।একই সাথে সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের তরফে অনুষ্ঠিত হলো এক বিশেষ সাংবাদিক সম্মেলন।যেখানে সাধারণ মানুষ জনকে বার্তা দেওয়া হয় দ্রুত সালানপুর ব্লকে মিটতে চলেছে পানীয় জলের সমস্যা।সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে সাধারণ মানুষকে বর্তমান করোনা পরিস্থিতি নিয়ে অবগত করেন ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মহম্মদ আরমান, সাধারণ সম্পাদক ভোলা সিং,পঞ্চায়েত সমিতির সভাপতি ফাল্গুনী কর্মকার ঘাসি,সহ সভাপতি বিদ্যুৎ মিশ্র।
পাশাপাশি ব্লকের বিভিন্ন আলো,রাস্তা ,পথ বাতি জলের সমস্যা সমাধান এর সমস্ত বিষয় নিয়ে আলোচনা করা হয়।এছাড়া বিভিন্ন উন্নয়নমূলক কাজ গুলি নিয়ে অবগত করেন তারা।তাছাড়া তারা জানান ফেব্রুয়ারি মাসে প্রথম দিনে থেকে অনুষ্ঠিত হতে চলেছে দুয়ারে সরকার যারা এখন লক্ষীর ভান্ডার এবং স্টুডেন্ট ক্রেডিট কার্ড সহ বিভিন্ন প্রকল্প থেকে বঞ্চিত রয়েছে তারা সবাই দুয়ারে সরকার অনুষ্ঠানে গিয়ে ফর্ম তুলে আবেদন করুন।তাছাড়া করোনা থেকে বেঁচে থাকতে সকলেই মাস্ক ব্যাবহার করুন ও সামাজিক দুরত্ব বজায় রেখে চলুন।তবে যদি মানুষ না মেনে চলে তবে পূনরায় বন্ধ হয়ে পড়বে সমস্ত বাজার হাট।
এছাড়াও এদিন বলা হয় যে আলকুশা জল প্রকল্পের মতই বনবিড্ডির পরিত্যক্ত কয়লা খনির জল পরিশো ধন করে বাড়ি বাড়ি পানীয়জল রূপে সরবরাহ করা হবে।এর জন্য একটি বিশেষ প্রকল্প গ্রহণ করা হয়েছে।দ্রুত প্রকল্পের কাজ শেষ করে বাসুদেবপুর, খুদিকা, জেমারি,বনবিড্ডি সহ পাশাপাশি গ্রামগুলিতে জল সরবরাহ করা হবে।তাছাড়াও ব্লকের মধ্যে জোড়বাড়ি এবং বাথানবাড়ি এলাকায় দুটি নতুন পূর্ণমাত্রার জল ট্যাংকি তৈরি করে ওই অঞ্চলে জল সরবরাহ করার পরিকল্পনা নেওয়া হয়েছে।এছাড়াও মল্লাডি এবং ডাবর গ্রামে দুটি নতুন জল ট্যাংকি থেকে চার ফেব্রুয়ারির থেকে পরিকল্পিত এলাকায় পানীয় জল সরবরাহ স্বাভাবিক করার জন্য পিএইচই দপ্তরকে বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে। ব্লকের আল্লাডি গ্রাম এবং কল্যা গ্রামে দুটি নতুন হাইমাস্ লাইট।সালানপুর,জিৎপুর,আল্লাডি পঞ্চায়েত এলাকায় তিনটি নতুন সাবমার্সেল গত এক মাসের মধ্যে বসানো হবে বলে জানানো হয়।এই কাজ গুলির জন্য সালানপুর পঞ্চায়েত সমিতি প্রায় ৩৭ লক্ষ টাকা ব্যয় করবে ।