পাঁচমুড়ার বৃদ্ধা মৃৎশিল্পীকে সম্মানিতকরল বাঁকুড়া বিশ্ববিদ্যালয়।


সাধন মন্ডল বাঁকুড়া:–
বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে অভিব্যক্তির ৪৭ তম প্রতিষ্ঠা দিবসে অর্থাৎ ১০ই মার্চ বাঁকুড়ার ছান্দারে অভিব্যক্তি মঞ্চে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে পোড়ামাটির ‘টেপা’ পুতুলের উপর বাঁকুড়া জেলার সেরা সম্মান “অভিব্যক্তি সম্মান”এ সম্মানিত করা হলো পাঁচমুড়ার পোড়ামাটি শিল্পে রাজ্য পুরস্কারপ্রাপ্ত শিল্পী জয়ন্তী কুম্ভকারকে। বর্তমানে জয়ন্তী দেবীর বয়স ৮০ বছর।স্বামী নিতাই পদ কুম্ভকার । তিনিও একজন পাঁচমুড়ার নামকরা পোড়ামাটির শিল্পী ছিলেন। তার শ্বশুর মশাই রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত মৃৎশিল্পী রাসবিহারী কুম্ভকার । তার কাছে ‘টেপা’ পুতুল তৈরি করতেন জয়ন্তী কুম্ভকার । জয়ন্তী দেবীর কথায় তিনি তার শ্বশুরমশাইয়ের কাছ থেকে পুতুল তৈরি করার অনুপ্রেরণা পেয়েছিলেন। বাড়ির গৃহস্থালির কাজকর্মের মাঝে তিনি তার শ্বশুর মশাই কে দেখতেন কিভাবে পুতুল তৈরি করেন বা মাটির নানান শিল্পকর্ম তৈরি করেন তার সেই দেখাকে স্বীকৃতি দেন শ্বশুরমশাই রাসবিহারীবাবু ,তিনি তাকে বলেন মা তুমিও আমার সাথে পুতুল তৈরি করো দেখো ভালো লাগবে,সেই থেকে আমি সাহস পাই ও পুতুল তৈরির কাজে হাত লাগাই আমার পুতুলগুলি দেখেই আমার শ্বশুরমশাই খুব খুশি হন। সেই আমার পথ চলা শুরু আজও কিছু কিছু পুতুল তৈরি করি। তবে বয়স বেড়েছে আর সেভাবে পুতুল তৈরি করতে পারি না। রাসবিহারী বাবু মেজো বৌমা জয়ন্তী কুম্ভকার কে পুতুল তৈরিতে সবসময় উৎসাহিত করতেন। জানা যায় প্রথম দিকে তিনি একটু বড় সাইজের পুতুল তৈরি করতেন। এখন বয়স বেড়ে যাওয়ায় আর বড় পুতুল তৈরি করতে পারেন না ছোট ছোট পুতুল কোন ক্রমে তৈরি করেন। তিনি বলেন বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের দেওয়া ‘অভিব্যক্তি সম্মান’ বাঁকুড়া জেলার বড় গরবের সম্মান । এই বৃদ্ধ বয়সে এত বড় একটি মঞ্চে এত গুণীজনদের সামনে আমার সম্মাননা প্রাপ্তি বড় গৌরবের তবে পুরো কৃতিত্বটাই আমার প্রয়াত শ্বশুরমশায়ের আমি তাকে প্রণাম জানাই । তিনি আমাকে এই কাজে উৎসাহিত না করলে আমি আর পাঁচটা বাড়ির বউদের মতই বাড়ির কাজকর্ম নিয়ে মেতে থাকতাম।আমি সম্মান পেয়ে খুবই আনন্দিত এবং গর্বিত এবং বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের কাছে আমি কৃতজ্ঞ। তাই ৪৭ তম প্রতিষ্ঠা দিবসে বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের এই অভিব্যক্তি শাখার সুস্থ , সবল এবং উন্মেসি মনভাবের দীর্ঘায়ু কামনা করি। আমার ছেলে বিশ্বনাথ কুম্ভকার ও একজন ভালো শিল্পী। বিশ্বনাথও একদিন সেরার স্বীকৃতি পাবে এ আমার দৃঢ় বিশ্বাস।

Leave a Reply