সাধন মন্ডল, বাঁকুড়া:- খাতড়া ব্লক প্রশাসনের সহযোগিতায় গোড়াবাড়ি গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে পরিবেশ দূষণ নিয়ে দুদিনের একটি কর্মশালা অনুষ্ঠিত হলো গোড়াবাড়ি গ্রাম পঞ্চায়েতের সভাকক্ষে। রবিবার এই কর্মশালায় হাজির হয়েছিলেন খাতড়া মহকুমা শাসক মৈত্রী চক্রবর্তী। খাতড়া সমষ্টি উন্নয়ন আধিকারিক অভিক বিশ্বাস, যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক কমলেশ মহান্তি, খাতড়া পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ সুব্রত কুমার মহাপাত্র তথা খাতড়া ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সুব্রত কুমার মহাপাত্র, গোড়াবাড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান ঝরনা বাউরি,উপ প্রধান বিশ্বজিৎ সর্দার, জেলা পরিষদের সচিব পার্থ দে সহ বেসরকারি সংস্থার দায়িত্বপ্রাপ্ত পঞ্চায়েতের সদস্য সদস্য স্থানীয় আশা কর্মী ও আইসিডিএস কর্মী এবং স্বয়ম্ভর গোষ্ঠীর সম্পাদিকাবৃন্দ। কঠিন বর্জ্য নিষ্কাশন ও এই বর্জ্য থেকেই কম্পোস্ট সার তৈরি করা সহ পরিবেশকে কিভাবে সুস্থ ও সুন্দর রাখা যায় তা সহ বিভিন্ন বিষয়ে দুদিন ধরে আলোচনা হয় শহরে ও গ্রামাঞ্চলে যাতে সিঙ্গেল ইউজ প্লাস্টিক ব্যবহার করা না হয়, থার্মোকল ব্যবহার না করা সহ পচনশীল ও অপচনশীল দ্রব্য গুলির নির্দিষ্ট জায়গায় ফেলার প্রতি যোগ দেন কর্মশালায় উপস্থিত থাকা আধিকারিক বৃন্দ। রবিবার কর্মশালায় হাজির হয়ে খাতড়া মহকুমা শাসক মৈত্রী চক্রবর্তি বলেন আমরা প্রশাসনিক আধিকারিকরা আপনাদের কাছে একটি নিয়ম চালু করলে তা মেনে চলা আপনাদের দায়িত্ব ও কর্তব্য এলাকার পরিবেশকে সুস্থ ও সুন্দর রাখতে সকলের সহযোগিতা একান্ত কাম্য। তাছাড়া একটি সুন্দর ও নির্মল পরিবেশ তৈরি করতে পারেন এলাকার মানুষজন। ঘোড়াবাড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান ঝরনা বাউরি বলেন আমরা এলাকাকে সুন্দর করে গড়ে তুলতে প্রশাসনের আধিকারিকদের সাথে সহযোগিতা করব গোটা বাড়ি গ্রাম পঞ্চায়েত কি আমরা নির্মল পঞ্চায়েত হিসেবে গড়ে তুলবো।। দুদিনের এই সমাজ সচেতনতামূলক কর্মশালাটি আয়োজন করেছিলেন একটি বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা।