নি-ক্ষয় মিত্র কর্মসূচির মাধ্যমে নাকড়াকোন্দা ব্লক হাসপাতালে ৭ জন যক্ষা রোগীকে দত্তক নিলেন ব্লক স্বাস্থ্য আধিকারিক সহ অপর দুই ব্যক্তি
সেখ রিয়াজুদ্দিন বীরভূম:- জাতীয় যক্ষ্মা নির্মূল কর্মসূচির আওতায় যক্ষা রোগীদের জন্য সামাজিক সহায়তা প্রকল্পে নি-ক্ষয় মিত্র কর্মসূচির মাধ্যমে বীরভূম জেলার নাকড়াকোন্দা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের সভাকক্ষে ৭ জন যক্ষা রোগীকে দত্তক নেওয়ার অঙ্গীকার করলেন বুধবার এক মনোজ্ঞ অনুষ্ঠানের মাধ্যমে।অঙ্গীকারকারীদের মধ্যে নাকড়াকোন্দা ব্লক প্রাথমিক স্বাস্থ্য আধিকারিক ডাঃ সব্যসাচী রায় দত্তক নেন চার জন,মাতৃযান এ্যাম্বুলেন্স গাড়ির মালিক মদনমোহন ঘোষ দুই জন এবং মৃত্যুঞ্জয় মন্ডল নামক ব্যবসায়ী নিলেন এক জনের দায়িত্ব।আগামী এক বছরের জন্য এইসব যক্ষা রোগীদের দত্তক নিলেন বলে জানা যায়।
টিবিমুক্ত বাংলা করার লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে এবং এই ভাবে সমাজের মধ্যে পরস্পর এগিয়ে এলে সকলের সহযোগিতায় কাজটা খুব সহজেই নির্মুল করা সম্ভব বলে উপস্থিত সকলেই অভিমত ব্যক্ত করেন। ৭ জন টিবি রোগীকে প্রতি মাসে পুষ্টিকর খাবার তাদের বাড়িতে পৌঁছে দেওয়া হবে বলে ঘোষণা করা হয় সভা থেকে।এদিন নাকড়াকোন্দা হাসপাতাল সভাকক্ষ থেকে ৭ জন রোগীর হাতে সয়াবিন, মসুর ডাল, সরষের তেল, ছোলা, হরলিক্স বিস্কুট, চিড়ে প্রভৃতি পুষ্টিকর খাবার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাকড়াকোন্দা ব্লক প্রাথমিক স্বাস্থ্য আধিকারিক ডা: সব্যসাচী রায়, বিপিএইচ এন পুথিকা মন্ডল,পিএইচ এন মমতা মন্ডল,হেল্থ সুপারভাইজার সোনালী দেবনাথ,ব্লক আশা ফেসিলেটর অনিন্দিতা মন্ডল,এসটিএস সাগর দাস, ডেটা এন্ট্রি অপারেটর তীর্থ চক্রবর্তী ও সুমন চ্যাটার্জী,ফার্মাসিস্ট অমিত সাহা, ব্যাম মিলন মন্ডল প্রমুখ।এদিন পুষ্টিকর খাবারের দ্রব্যাদি হাতে পেয়ে স্বভাবতই উপস্থিত রোগীদের পাশাপাশি তাদের সাথে আগত আত্মীয়দের মধ্যে ও হাসির রেখা ফুটে ওঠে।