Spread the love

নারী শক্তি কে কেন্দ্র করে মুক্তি পেলো ডা: সুমিতা সাহার প্রথম পরিচালিত ছবি ” মাতৃরূপেন “

আজ নন্দনে মুক্তি পেলো ডা: সুমিতা সাহার প্রথম পরিচালিত ছবি ” মাতৃরূপেন “। এই ছবিটি মূলত নারী শক্তি কে কেন্দ্র করে তৈরি হয়েছে। মুক্তিময়ী ফিল্মস নিবেদিত এই মাতৃরূপেন ছবি টি তে দুটি গল্প আছে। প্রথমটি “অপরাজিতা”। এই ছবির সময় সীমা ৪০ মিনিট। পরের ছবি
” শ্রী চারণেশু মা “। এই ছবিটি দেড় ঘণ্টার। পরিচালক ডা: সুমিতা সাহার মা মুক্তিময়ী সাহার লেখা।
তার বয়স ৮৬ বছর। ওনার জীবনী নিয়ে এই ছবিটি তৈরি হয়েছে। ২০১১ সালে তার লেখা একটি বইও প্রকাশিত হয়।
এই দুটি ছবি একত্রে নাম করণ
করা হয়েছে মাতৃরূপেন। আজ নন্দনে এক সাংবাদিক সন্মেলনে
ডাঃ সুমিতা সাহা জানালেন অপরাজিতা এবং শ্রী চরণেশু মা গল্প অবলম্বনে আমি।এই ছবিটা
পরিচালনা করেছি। এই ছবির কাহিনী , চিত্রনাট্য ও পরিচালনা আমার। এই ছবিতে চমৎকার অভিনয় করেছেন সঞ্জীব সরকার, চন্দ্রনীভ মুখোপাধ্যায়, সুস্মিতা রায়, শ্যামল চক্রবর্তী, ঝুলন ভট্টাচার্য
এবং সুপর্ণা দে।
এই ছবির সহযোগী পরিচালক হলেন শঙ্কু ভট্টাচার্য্য। চিত্র গ্রহণ
উজ্জ্বল ভট্টাচার্য্য। সম্পাদনা অশোক দোলুই। শব্দ গ্রহণ সপ্তর্ষি মন্ডল। আবহ সঙ্গীত করেছেন অম্লান হালদার। সঙ্গীত পরিচালনা বিদ্রোহী ঘোষ। সব মিলিয়ে সবার দেখার মতন ছবি
” মাতৃরূপেন “।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *