Spread the love

নারী দিবসের ভাবনায় রবীন্দ্রভারতী সোসাইটি

বিগত ৮ই মার্চ সারা বিশ্বে পালিত হয়ে যাওয়া আন্তর্জাতিক নারী দিবসের রেশ টেনে কলকাতার রবীন্দ্রভারতী সোসাইটি (জোড়াসাঁকো ঠাকুরবাড়ি) গত বুধবার সন্ধ্যায় সোসাইটির প্রশস্ত লাইব্রেরি ঘরে এক অনুষ্ঠানের আয়োজন ক’রে সম্মান জানাল তিনজন বিদুষী ও কৃতী নারীকে। মনোজ্ঞ এই আয়োজনে উপস্থিত ছিলেন ড.মহুয়া মুখোপাধ্যায়, গৌড়িয় নৃত্য পরিবেশনা বিশারদ ও প্রাক্তন অধ্যাপিকা রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়, অনিতা গুপ্ত, মনোবিদ; ইন্দিরা বন্দ্যোপাধ্যায় সঙ্গীতশিল্পী, নিধি আগরওয়াল, শারীরিক প্রতিবন্ধী এবং দৈহিক প্রতিবন্ধী গায়িকা শিবানী ঘোষ সহ মাতা সুজাতা ঘোষ। সোসাইটির এইদিনকার আলোচনার মূল বিষয়বস্তু ছিল “দৈহিক মানসিক পারিবারিক সামাজিক প্রতিবন্ধকতা কাটিয়ে জীবনযুদ্ধে নারীর ঘুরে দাঁড়ানোর লড়াই ও মানুষের কল্যাণে তাঁদের অবদান।” উপস্থিত বক্তাগণ তাঁদের স্বল্প ভাষণে তুলে ধরেন তাঁদের স্বপ্ন ছোঁয়ার কাহিনী। নানা প্রতিকূলতা, পদে পদে অজানা বাধা ঠেলে দূরে সরিয়ে কিভাবে আপন বুদ্ধিমত্তার বলে জয় করেছেন আপন আপন ভাগ্য, জয়ী হয়েছেন সমাজ সংস্কৃতি কৃষ্টির মাঝে নিজ স্থান সম্মান অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে। দৃষ্টিহীন গায়িকা শিবানী ঘোষ সুললিত কণ্ঠে দুখানি রবীন্দ্রসঙ্গীত গেয়ে শোনান।সোসাইটির তরফে সাধারণ সম্পাদক সিদ্ধার্থ মুখোপাধ্যায় তিনজনকে যথাযোগ্য সম্মান জানান এবং কৃতজ্ঞতাস্বরূপ তাঁদের হাতে তুলে দেন পুরস্কার। তিনি বলেন রবীন্দ্রভারতী সোসাইটির সিংহভাগ সদস্য হচ্ছেন মহিলা সদস্য এবং তাঁদের প্রত্যেকের বিভিন্ন গুণ ও কৃতিত্ব সমন্বয়ে সোসাইটি গৌরবান্বিত – আজ এই বিশিষ্ট ত্রয়ীর উজ্জ্বল উপস্থিতিতে আমরা ধন্য বোধ করছি।

সোসাইটির সদস্য/সদস্যাদের উপস্থিতি ও যোগদানে লাইব্রেরি ঘর পরিপূর্ণ হয়ে ওঠে। সকলেই অনুষ্ঠান পূর্ণমাত্রায় উপভোগ করেন এবং উৎসাহ প্রদান করেন জীবনযুদ্ধে নিয়োজিত কন্যাদের প্রতি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *