সাধন মন্ডল,
কলকাতা হাইকোর্টে ‘আইনি সংবাদদাতা’ কুমুদ মেলা কমিটির সম্পাদক সহ বেশ কয়েকটি দৈনিকের সাংবাদিক বিশিষ্ট সমাজসেবী মঙ্গলকোটের মোল্লা জসিমউদ্দিন নির্ভীক সাংবাদিকতার সম্মানে সম্মানিত হলেন কলকাতায় রবীন্দ্র সদনে গত ২৬ শে অক্টোবর। ভারতীয় সাংবাদিক সমিতি আইজেএর সল্টলেক শাখা সহ তিনটি সংস্থার পক্ষ থেকে তাকে এই সম্বর্ধনা জানানো হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলকাতা হাইকোর্টের আইনজীবী বৈদূর্য ঘোষাল, বিশিষ্ট লেখিকা পদ্দিনী দত্তশর্মা, ড: সমীর শীল ,বাচীক শিল্পী সেবা দত্ত, বিশিষ্ট শিক্ষাবিদ মনশ্রী রায় চৌধুরী সহ বিশিষ্ট মানুষজন। জসিম উদ্দিনকে সম্মাননা জানানোর পর আই জে এর সল্টলেক শাখার এর সভাপতি আশীষ বসাক বলেন -‘ মোল্লা জসীমউদ্দীন সাংবাদিকতার পাশাপাশি সমাজসেবা ও সাহিত্যের প্রতি তার কৃতিত্ব ও ভূমিকা একটা দৃষ্টান্ত স্থাপন করেছে। মূলত তারই উদ্যোগে প্রতি বছর ৩রা মার্চ মঙ্গলকোটের কোগ্রামে পল্লী কবি কুমুদ রঞ্জন মল্লিকের জন্ম ভিটেয় একটি সাহিত্যের আসর বসে সেখানে রাজ্যের বিভিন্ন প্রান্তের বিশিষ্ট লেখক লেখিকা ও সমাজ সেবীদের সম্বর্ধিত করা হয়। এরকম একজন মানুষকে সম্মান জানাতে পারে আমরা গর্বিত’। সম্মাননা হাতে পেয়ে সমাজসেবী সাংবাদিক, কবি সাহিত্যিক মোল্লা জসিম উদ্দিন বলেন -‘এই সম্মান পেয়ে আমি গর্বিত সমাজের প্রতি আমার দায়িত্ব অনেক বেড়ে গেল। আই জে এ সল্টলেক শাখা, সহ টেকনো ইন্ডিয়া এবং যাদের উদ্যোগে এই সম্মাননা পেলাম তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই।
ভিডিও নিউজ টি দেখুন